অগ্নিপরীক্ষা (চলচ্চিত্র)
অগ্নিপরীক্ষা | |
---|---|
পরিচালক | অগ্রদূত |
প্রযোজক | এম. পি প্রোডাকসন্স |
রচয়িতা | আশাপূর্ণা দেবী |
চিত্রনাট্যকার | নৃপেন্দকৃষ্ণ |
কাহিনিকার | আশাপূর্ণা দেবী |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার সুচিত্রা সেন |
সুরকার | অণুপম ঘটক |
চিত্রগ্রাহক | বিভূতি লাহা বিজয় ঘোষ |
প্রযোজনা কোম্পানি | এম পি প্রোডাকশন |
মুক্তি | ৩ সেপ্টেম্বর ১৯৫৪ |
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অগ্নিপরীক্ষা উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত একটি জনপ্রিয় রোমান্টিক বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন অগ্রদূত। এই চলচ্চিত্রটি আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অগ্নিপরীক্ষার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল।[১] এই চলচ্চিত্রটি ৩ সেপ্টেম্বর ১৯৫৪ সালে এম. পি প্রোডাকসন্স ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন অনুপম ঘটক। প্রধান ভুমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন,অনুপ কুমার ইত্যাদি [২] এই চলচ্চিত্রটি ১৯৬৭ সালে হিন্দিতে পুনর্নির্মাণ করা হয়েছিল ছোটিসি মুলাকাত নামে আর অভিনয় করেছিলেন উত্তম কুমার।[৩]
কাহিনী
এই গল্পটি একটি তরুণ দম্পতি - কিরীটী এবং তাপসীর মধ্যে। তাপসীর মা তার মেয়ের বিয়ে মানতে না পেরে বাড়িতে নিয়ে আসেন। আঘাত সহ্য না কড়তে পেরে মারা গেলেন তাপসীর বাবা। তাপসী সুশিক্ষিত ছিল ছুটি কাটাতে হিল স্টেশনে গিয়ে কিরীটী নামে এক ধনী যুবকের সাথে দেখা করেন। তারা প্রেমে পড়ে তবে তাপসী গ্রামের জমিদার ছেলে বুলুকে বিয়ে করেছিলেন। একটি দোষ অনুভূতি তাকে প্রতিদিন তাড়া করে কারণ সে তার অতীতকে ভুলতে পারে না। তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তার ভাই তার অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যদিও তার মা চাইছিল বিয়েটি হোক। তাপসী তার ঠাকুমার কাছে সাহায্যের জন্য জিজ্ঞাসা করলেন তাকে কী করা উচিত তাঁর ঠাকুমা রামায়ণে সীতার "অগ্নি পরীক্ষা" সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেন। সীতার পরীক্ষা প্রতিটি প্রতিবন্ধকতার উপরে জয়লাভ করেছিল। তিনি আশা করেন একই ধরনের পরীক্ষার পরে তাপসীও বিজয়ী হয়ে উঠবেন। তাপসী সত্যের মুখোমুখি হতে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হন এবং তিনি পুরানো গ্রামে এসেছিলেন সেখানে বুলুর সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু কিরীটিকে তার সামনে দেখে। সে জানতে পেরেছিল যে কিরীটি হলেন বুলু, তাঁর দীর্ঘ প্রেম। এইভাবে সে তার হারানো ভালবাসা এবং তার অপরাধবোধের উপর জয়লাভ করে।
শ্রেষ্ঠাংশে
- উত্তম কুমার - কিরীটী মুখার্জী
- সুচিত্রা সেন - তাপসী ব্যানার্জী
- অনুপ কুমার
- জহর গঙ্গোপাধ্যায়
- জহর রায়
- কমল মিত্র
- পঞ্চানন ভট্টাচার্য
- শিখারানী বাগ
- শ্যামলী চক্রবর্তী
- সুপ্রভা মুখোপাধ্যায়
- মাস্টার বিভূ
- অপর্ণা দেবী
- যমুনা সিংহ
- সবিতা ভট্টাচার্য
সাউন্ডট্র্যাক
অগ্নিপরীক্ষা | |
---|---|
অনুপম ঘটক কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম |
Songs | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | Playback | দৈর্ঘ্য |
১. | "আজ আছি কাল নেই" | আলপনা ব্যানার্জী | ৩:০২ |
২. | "গানে মোর কোন ইন্দধনু" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ৩:০৭ |
৩. | "যদি ভুল করেই" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ২:২২ |
৪. | "জীবন নদীর জোয়ার ভাঁটা" | সতীনাথ মুখোপাধ্যায় | ৩:০০ |
৫. | "কে তুমি আমারে ডাকো" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ৩:১৬ |
৬. | "ফুলের কানে ভোমরা" | সন্ধ্যা মুখোপাধ্যায় | ২:২৩ |
অভ্যর্থনা
এটি ১৯৫৪ সালের ৩রা সেপ্টেম্বর অর্থাৎ পুজোর মাসে মুক্তি পায় এবং বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস তৈরী করে। এই ছবির মাধ্যমে উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজনেই তারকা হয়ে ওঠেন। ছবিটি টানা ১৮ সপ্তাহ চলে প্রেক্ষাগৃহে, যেখানে প্রযোজনা ব্যয়ের পাঁচগুন টাকা আয় হয় এবং অলটাইম ব্লকবাষ্টার হয় এবং বক্স অফিসে একটি মাইলস্টোন করে।
পুনর্নির্মিত
অগ্নিপরীক্ষার জনপ্রিয়তায় এই চলচ্চিত্রটি তেলুগু ও তামিল ভাষায় পুনর্নির্মাণ হয়েছিল মঙ্গল্যা বলাম ও মঞ্জল মাহিমাই নামে। এছাড়াও ১৯৬৭ সালে উত্তম কুমার নিজের প্রযোজনায় হিন্দিতে এর পুনঃনির্মাণ করেন ছোটি সি মুলাকাত নামে।
তথ্যসূত্র
- ↑ Chatterji, Shoma A.। "Agni Pareeksha (1954) review: A woman's tale that almost sanctifies child marriage"। Cinestaan। ২০২০-০৪-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১২।
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/news/remakes-of-bengali-films-whats-new-in-this-trend/articleshow/72241437.cms
- ↑ dustedoff (২০১০-০৬-০৭)। "Agni Pariksha (1954)"। Dustedoff (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১২।
- ↑ "Songs Download, Bengali MP3 Songs, Raaga.com Bengali Songs - Raaga.com - A World Of Music"।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অগ্নিপরীক্ষা (ইংরেজি)