অঘোষ মূর্ধন্য নাসিক্যধ্বনি
অঘোষ মূর্ধন্য নাসিক্যধ্বনি | |||
---|---|---|---|
ɳ̊ | |||
এনকোডিং | |||
এন্টিটি (দশমিক) | ̊ | ||
ইউনিকোড (ষটদশমিক) | U+030A | ||
|
অঘোষ মূর্ধন্য নাসিক্যধ্বনি হল পৃথিবীর অন্যতম বিরল ব্যঞ্জনধ্বনি। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে একে ⟨ɳ̊⟩ দ্বারা প্রকাশ করা হয়। একটি অত্যন্ত বিরল ধরনের ব্যঞ্জনধ্বনি, যা খুব কম কথ্য ভাষায় ব্যবহৃত হয়।[১]
বৈশিষ্টসমূহ
- উচ্চারণরীতি অনুযায়ী এটি এক বিশেষ প্রকারের স্পর্শধ্বনি, তাই শ্বাসবায়ু জিহ্বা দ্বারা বাধাপ্রাপ্ত হলে এর উচ্চারণ হয়।
- আবার যেহেতু এটি নাসিক্যধ্বনিও বটে তাই বাধা প্রাপ্ত শ্বাসবায়ু নাসিকা দ্বারা নির্গত হয়।
- এর উচ্চারণ স্থানানুযায়ী এটি মূর্ধন্য ধ্বনি, সুতরাং জিহ্বার নিম্নভাগ ও মূর্ধার সাহায্যে এর উচ্চারণ হয়।
- অনেক সময় মূর্ধন্যীভবনের অভাবে পশ্চাদ্দন্ত মূল ও জিহ্বার অগ্রভাগ থেকে এর উচ্চারণ হয়।
- এটি অঘোষ ধ্বনি তাই উচ্চারণকালে স্বরতন্ত্রীদ্বয় কম্পিতন হয় না।
- মধ্যব্যঞ্জন হওয়ার সুবাদে মুখের মধ্যভাগ এটি উচ্চারিত হয়।
- এটি ফুসফুসীয় ধ্বনি তাই উচ্চারণের সময়কার বায়ুপ্রবাহ ফুসফুস ও মধ্যচ্ছদা দ্বারা নির্গত হয়।
উপস্থিতি
এটি লাই ভাষাতে দেখা যায়।
আরও জানুন
তথ্যসূত্র
- ↑ "Voiceless retroflex nasal"। Paul Marciano Wiki (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫।