অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব মুক্তির তারিখ ২১ আগস্ট ১৯৭৮ (1978-08-21 ) শব্দধারণের সময় ১৯৭৮ ঘরানা দৈর্ঘ্য ৬ :২৫ ভাষা বাংলা সঙ্গীত প্রকাশনী হিন্দুস্তান রেকর্ডস
"অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব" মুক্তির তারিখ: ২১ আগস্ট ১৯৭৮
"সুধীজন, শোনো" মুক্তির তারিখ: ২১ আগস্ট ১৯৭৮
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব বাংলা স্বাধীন রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির দ্বিতীয় এবং অভিষেক একক অ্যালবাম। ১৯৭৮ সালে অ্যালবামটি হিন্দুস্তান রেকর্ডস কর্তৃক ইপি (ইপি) ৪৫-আরপিএম ডিস্ক হিসেবে ভারতের কলকাতায় মুক্তি পায়।[ ১]
এই অ্যালবামে মোট দুইটি গান অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রঞ্জন ঘোষাল এককভাবে দুটি গান লিখেছেন। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন প্রদীপ চট্টোপাধ্যায় এবং গৌতম চট্টোপাধ্যায় ।
গানের তালিকা
শিল্পীদের তালিকা
তথ্যসূত্র
↑ ঘোষাল, রঞ্জন, সম্পাদক (৫ জানুয়ারি ২০০৮)। আবার বছর ত্রিশ পরে । পৃষ্ঠা ১১।
বহিঃসংযোগ
ইপি একক অ্যালবাম সম্পাদিত স্টুডিও অ্যালবাম একক
"অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব" / "সুধীজন, শোনো"
সম্পর্কিত মিডিয়া এবং শ্রদ্ধাঞ্জলি
প্রথম রক কনসার্ট – মহীনের ঘোড়াগুলি স্মরণ
মহীন এখন ও বন্ধুরা
অন্যান্য বিষয় সংশ্লিষ্ট সঙ্গীতশিল্পী
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd