অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব

অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
কর্তৃক একক অ্যালবাম
মুক্তির তারিখ২১ আগস্ট ১৯৭৮ (1978-08-21)
শব্দধারণের সময়১৯৭৮
ঘরানা
  • বাংলা গান
দৈর্ঘ্য:২৫
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীহিন্দুস্তান রেকর্ডস
মহীনের ঘোড়াগুলি কালক্রম
সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
(১৯৭৭)
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
(১৯৭৮)
দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
(১৯৭৯)
অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব থেকে একক গান
  1. "অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব"
    মুক্তির তারিখ: ২১ আগস্ট ১৯৭৮
  2. "সুধীজন, শোনো"
    মুক্তির তারিখ: ২১ আগস্ট ১৯৭৮

অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব বাংলা স্বাধীন রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির দ্বিতীয় এবং অভিষেক একক অ্যালবাম। ১৯৭৮ সালে অ্যালবামটি হিন্দুস্তান রেকর্ডস কর্তৃক ইপি (ইপি) ৪৫-আরপিএম ডিস্ক হিসেবে ভারতের কলকাতায় মুক্তি পায়।[]

এই অ্যালবামে মোট দুইটি গান অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রঞ্জন ঘোষাল এককভাবে দুটি গান লিখেছেন। অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন প্রদীপ চট্টোপাধ্যায় এবং গৌতম চট্টোপাধ্যায়

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারকন্ঠদৈর্ঘ্য
১."অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব"রঞ্জন ঘোষালপ্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, তপেশ বন্দ্যোপাধ্যায়৩:১৭
২."সুধীজন শোনো"রঞ্জন ঘোষালতপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, রঞ্জন ঘোষাল৩:০৮

শিল্পীদের তালিকা

তথ্যসূত্র

  1. ঘোষাল, রঞ্জন, সম্পাদক (৫ জানুয়ারি ২০০৮)। আবার বছর ত্রিশ পরে। পৃষ্ঠা ১১। 

বহিঃসংযোগ