আর্জেন্টিনা প্রথম ১৯০০ সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে।
আর্জেন্টেনীয় ক্রীড়াবিদরা গ্রীস্মকালীন অলিম্পিক গেমস এ মোট ৭০টি পদক জিতেছে। এদের মধ্যে ২৪টি এসেছে বক্সিং থেকে। অন্যান্য প্রতিযোগিতার চেয়ে আর্জেন্টিনা এই ইভেন্টে বেশি পদক অর্জন করে। দেশটি এখনো পর্যন্ত শীতকালীন অলিম্পিক গেমস এ কোন পদক জিতেনি।
১৯২৩ সালে আর্জেন্টিনা জাতীয় অলিম্পিক কমিটি গঠন এবং তা স্বীকৃতি লাভ করে।
বুয়েনস এয়ার ২০১৮ গ্রীষ্মকালীন যুব অলিম্পিকে আর্জেন্টিনাকে স্পনসর করবে।
"Argentina" [আর্জেন্টিনা] (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
"Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
"Olympic Medal Winners" [অলিম্পিকের পদক বিজয়ী] (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
"Argentina" [আর্জেন্টিনা] (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com। ৬ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৬।