অলিম্পিকে জিম্বাবুয়ে

অলিম্পিক গেমসে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের জাতীয় পতাকা
আইওসি কোড  ZIM
এনওসি জিম্বাবুয়ে অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.zoc.co.zw
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
  • ১৯২৮*
  • ১৯৩২–১৯৫৬
  • ১৯৬০*
  • ১৯৬৪*
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
শীতকালীন গেমস
  • ২০১৪
*রোডেশিয়া হিসেবে

জিম্বাবুয়ে বর্তমান নামে অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে ১৯৮০ সালে এবং তারপর থেকে প্রত্যেক গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। এরপূর্বে ১৯২৮, ১৯৬০ ও ১৯৬৩ গেমসে রোডেশিয়া নামে অংশগ্রহণ করেছিল। রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ২০১৪ শীতকালীন গেমসের মাধ্যমে শীতকালীন অলিম্পিকে জিম্বাবুয়ের অভিষেক হয়।

জিম্বাবুয়ের ক্রীড়াবিদগণ দুটি ক্রীড়ায় তিনটি স্বর্ণ সহ মোট আটটি পদক জিতেছে। একটি মাত্র শীতকালীন গেমসে অংশগ্রহণ করলেও কোন পদক জিতেনি। কিরস্তি কভেন্টারি একাই ২০০৪ ও ২০০৮ গেমসে ৭টি পদক জিতেছে। ১৯৮০ গেমসে বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মহিলাদের ফিল্ড হকিতে স্বর্ণ জিতেছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের জাতীয় অলিম্পিক কমিটি ১৯৩৫ সালে গঠিত হয় এবং ১৯৮০ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির স্বীকৃতি পায়।

পদক তালিকা

ক্রীড়া অনুযায়ী পদক

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
সাঁতার
ফিল্ড হকি
মোট

বহিঃসংযোগ

  • "Zimbabwe" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "অলিম্পিক পদক বিজয়ীগণ" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Zimbabwe" (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com। ১৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৬