আবেরডিন ফুটবল ক্লাব

আবেরডিন
পূর্ণ নামআবেরডিন ফুটবল ক্লাব
ডাকনামদ্য ডন্স, দ্য ডান্ডিস, দ্য রেডস
প্রতিষ্ঠিত১৪ এপ্রিল ১৯০৩; ১২১ বছর আগে (1903-04-14)
মাঠপিটোড্রি স্টেডিয়াম
ধারণক্ষমতা২০,৮৬৬[]
সভাপতিস্কটল্যান্ড ড্যাভ করম্যাক
ম্যানেজারস্কটল্যান্ড ডেরেক ম্যাকইনস
লিগস্কটিশ প্রিমিয়ারশিপ
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

আবেরডিন ফুটবল ক্লাব (ইংরেজি উচ্চারণ: /ˌæbəˈdiːn ˈfʊtbɔːl klʌb/; সাধারণত আবেরডিন এফসি নামে পরিচিত) হচ্ছে আবেরডিন ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে। এই ক্লাবটি ১৯০৩ সালের ১৪ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আবেরডিন এফসি তাদের সকল হোম ম্যাচ আবেরডিনের পিটোড্রি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,৮৬৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডেরেক ম্যাকইনস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ড্যাভ করম্যাক। ইংরেজ গোলরক্ষক জোসেফ পিটার লুইস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, আবেরডিন এফসি এপর্যন্ত ১৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি স্কটিশ লীগ, ১টি স্কটিশ চ্যাম্পিয়নশিপ, ৭টি স্কটিশ কাপ এবং ৬টি স্কটিশ লীগ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত কেবলমাত্র ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি উয়েফা কাপ উইনার্স কাপ এবং ১টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে।

অর্জন

ঘরোয়া

  • স্কটিশ লীগ[]
    • চ্যাম্পিয়ন (৪): ১৯৫৪–৫৫, ১৯৭৯–৮০, ১৯৮৩–৮৪, ১৯৮৪–৮৫
    • রানার-আপ: ১৭ বার
  • স্কটিশ কাপ[]
    • চ্যাম্পিয়ন (৭): ১৯৪৬–৪৭, ১৯৬৯–৭০, ১৯৮১–৮২, ১৯৮২–৮৩, ১৯৮৩–৮৪, ১৯৮৫–৮৬, ১৯৮৯–৯০
    • রানার-আপ: ৯ বার
  • স্কটিশ লীগ কাপ[]
    • চ্যাম্পিয়ন (৬): ১৯৫৫–৫৬, ১৯৭৬–৭৭, ১৯৮৫–৮৬, ১৯৮৯–৯০, ১৯৯৫–৯৬, ২০১৩–১৪
    • রানার-আপ: ৯ বার

ইউরোপীয়

চ্যাম্পিয়ন: ১৯৮২–৮৩
চ্যাম্পিয়ন: ১৯৮৩

তথ্যসূত্র

  1. "Aberdeen Football Club"। Spfl.co.uk। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৪ 
  2. "Honours"Aberdeen FC। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮ 

আরও পড়ুন

বহিঃসংযোগ

টেমপ্লেট:আবেরডিন ফুটবল ক্লাব টেমপ্লেট:স্কটিশ প্রিমিয়ারশিপ