আব্দুল মান্নান খান

আব্দুল মান্নান খান
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২৪ জানুয়ারি ২০০৯ – ২১ নভেম্বর ২০১৩
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
ঢাকা-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৫ জানুয়ারি ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1952-06-30) ৩০ জুন ১৯৫২ (বয়স ৭২)
দোহার ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ ও আইনজীবী

আব্দুল মান্নান খান একজন বাংলাদেশি আইনজীবী ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি ঢাকা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮-এর নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) হিসেবে দায়িত্ব পালন করেছেন[]। এরপূর্বে তিনি দলটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

প্রারম্ভিক জীবন

আব্দুল মান্নান ১৯৫২ সালের ৩০ জুন ঢাকা জেলার দোহার উপজেলার কাটাখালি গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার শিক্ষাগত যোগ্যতা এমএ(ডাবল) ও এলএলবি।

রাজনৈতিক জীবন

আব্দুল মান্নান ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[][] এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ২১ নভেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।[] ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলামের কাছে পরাজিত হন।[]

ব্যক্তিগত জীবন

আব্দুল মান্নান খান ব্যক্তিগত জীবনে সৈয়দা হাসিনা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করে।[][][]

তথ্যসূত্র

  1. প্রতিবেদক, নিজস্ব। "আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে নাহিদ-রমেশ-মান্নান বাদ"bdnews24। ২০২৩-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬ 
  2. "সংসদীয় আসন ১৭৪"www.parliament.gov.bd। ২০১৮-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  3. "আব্দুল মান্নান খানের পরাজয় নানা কারণে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  4. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২৮ 
  5. "সাবেক মন্ত্রীদের নামের তালিকা"গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  6. "মান্নান খানের জামিন বাতিলে দুদকের আবেদন"সমকাল। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮ 
  8. "অনুপস্থিত মান্নান খানের পক্ষে দুদকের সাফাই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮