আমতলা

আমতলা
জনগণনা শহর
আমতলা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
আমতলা
আমতলা
পশ্চিমবঙ্গ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৩′ উত্তর ৮৮°১০′ পূর্ব / ২২.২২° উত্তর ৮৮.১৭° পূর্ব / 22.22; 88.17
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগনা
সরকার
 • ধরনগ্রাম(বি. ডি. ও)
 • শাসকস্বশাসিত গ্রাম
আয়তনআমতলা, কৃপারামপুর, রামকৃষ্ণপুর, জয়রামপুর, মামুদপুর,‌ উদয়রামপুর, বিষ্ণুপুর, কন্যানগর, সাফখালী, চকবাগী।
 • মোট১৫.৭৪ বর্গকিমি (৬.০৮ বর্গমাইল)
উচ্চতা২৬ মিটার (৮৫ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৬,৯৫৮
 • জনঘনত্ব২,৯৭৬/বর্গকিমি (৭,৭১০/বর্গমাইল)
বিশেষণ৪৬৯৫৮
ভাষা
 • অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৪৩৫০৩
রাজ্য মন্ত্রী সভায় ইং ১৭৷০২৷১৬ তারিখ অনুমোদিত স্বশাসিত শহর।

আমতলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম।

ভৌগোলিক উপাত্ত

গ্রামটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°১৩′ উত্তর ৮৮°১০′ পূর্ব / ২২.২২° উত্তর ৮৮.১৭° পূর্ব / 22.22; 88.17[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৬ মিটার (৫২ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে আমতলা এর জনসংখ্যা হল৪৬,৯৫৮ জন।[] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।

আমতলা শহরের সাক্ষরতার হার ৭৩%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০%, এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আমতলা এর সাক্ষরতার হার বেশি।

আমতলা এর জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "Amtala"Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০০৬ 
  2. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৪, ২০০৬ 

3. রাজ্য মন্ত্রী সভায় ইং 17/02/16 অনুমোদিত স্বশাসিত শহর।