আলোক অক্ষ
আলোক অক্ষ হলো ক্যামেরার লেন্স বা অণুবীক্ষণ যন্ত্র বা অনুরূপ কোনো আলোক ব্যবস্থায় একটি রেখা, যেখানে কয়েক মাত্রায় ঘূর্ণন প্রতিসমতা দেখা যায়।
প্রাথমিক ধারণা অনুযায়ী, আলোক অক্ষ হলো একটি কাল্পনিক রেখা বা পথ, যার মধ্য দিয়ে কোনো ব্যবস্থায় আলো গমন করবে। সরল লেন্স ও দর্পনের সমন্বয়ে গঠিত কোনো ব্যবস্থায় আলোক অক্ষ উভয় তলের বক্রতার কেন্দ্র দিয়ে গমন করে, যা ঘূর্ণন প্রতিসাম্য অক্ষের অনুরূপ। আলোক অক্ষ ব্যবস্থার কার্যকর অক্ষের সাথে মিলে যেতে পারে। সবক্ষেত্রে এরূপ না হলেও অক্ষ-বিচ্যুত আলোক ব্যবস্থায় এরকম দেখা যায়।
আলোক তন্তুর ক্ষেত্রে আলোক অক্ষ ফাইবার অক্ষ নামেও পরিচিত, যা ফাইবার বা তন্তুর কোর নামক অংশে অবস্থিত।