আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য | সবার জন্য শিক্ষা |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৭৪ |
আচার্য | পাকিস্তানের রাষ্ট্রপতি |
উপাচার্য | ড. শহীদ সিদ্দিকী |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৮৯৯ |
শিক্ষার্থী | ১,৩২৬,২৬৬ |
অবস্থান | , ইসলামাবাদ রাজধানী এলাকা , |
শিক্ষাঙ্গন | শহুরে |
পোশাকের রঙ | আকাশি, কমলা, সাদা |
সংক্ষিপ্ত নাম | AIOU |
অধিভুক্তি | HEC |
ওয়েবসাইট | www |
আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (AIOU নামে পরিচিত) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়।[১] বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষায় পৃথিবীর চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠান। ২০১০ সালের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বার্ষিক তালিকাভুক্ত শিক্ষার্থী সংখ্যা ছিল ১,১২১,০৩৮ জন, যার অধিকাংশই নারী শিক্ষার্থী।.[২][৩]
এশিয়ার প্রথম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি ১৯৭৪ সালে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বের সাথে প্রকৌশল, আইন, দর্শন, প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে দূরবর্তী শিক্ষা প্রদান করে।[৪] প্রতিবছর সর্বচ্চ সংখ্যক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করে, তাই বিশ্ববিদ্যালয়টিকে পাকিস্তানের সব থেকে আকর্ষণীয় বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয়।[৫] বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন একাডেমিক বিষয়ে বিপুল পরিমাণ স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়।[৬] যুক্তরাজ্যের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৭৪ সালে আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টিকে একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়।[২]
স্বল্প খরচে উচ্চশিক্ষা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে পরিচিত। একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে সরকার বিশ্ববিদ্যালয়টির অর্থের যোগান দেয়।[২]
প্রশাসন ও পরিচালনা
- আচার্য (পাকিস্তানের রাষ্ট্রপতি)
- সহ আচার্য (কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়)
- উপাচার্য (প্রধান নির্বাহী কর্মকর্তাr/প্রতিষ্ঠানের প্রধান)
- কার্যনির্বাহী পরিষদ (পরিচালনা পর্ষদ)
অনুষদ এবং বিভাগ সমূহ
আরবী ও ইসলাম শিক্ষা অনুষদF
১৯৭৪ সালে অনুষদটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালে অনুষদটিকে আরবি ও ইসলাম শিক্ষা অনুষদ হিসেবে উন্নতকরণ করা হয়। অনুষদটির অঢিন বিভাগ গুলো হলোঃ
- আরবি ভাষা ও সাহিত্য
- হাদিস ও শরীয়াহ
- ইসলামি আইন (ফিকহ)
- ইসলামি দর্শন, ইতিহাস এবং সংস্কৃতি
- কুরআন ও তাফসির
শিক্ষা অনুষদ
বিজ্ঞান অনুষদ
Renamed as Faculty of Sciences, the Faculty of Basic and Applied Sciences was established in 1982. It comprises the following nine departments:
- কৃষি শিক্ষা
- জীববিজ্ঞান
- রসায়ন
- তথ্য প্রযুক্তি
- কম্পিউটার বিজ্ঞান
- প্রকৌশল ও প্রজুক্তি
- পরিবেশ বিজ্ঞান
- গার্হস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা
- গণিত ও পরিসংখ্যান
- পদার্থবিজ্ঞান
সমাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ
The Faculty of Social Sciences and Humanities was established in 1982. The thirteen departments of the faculty are:
- ব্যবসায় প্রশাসন
- Commerce
- অর্থনীতি
- ইংরেজি and ভাষা বিজ্ঞান
- ইতিহাস
- ইকবাল শিক্ষা
- Library and Information Sciences
- গন যোগাযোগ
- Pakistan Studies
- Pakistani Languages
- সমাজবিজ্ঞান, সমাজকর্ম and Population Studies
- উর্দু
- Gender and Women's Studies
তথ্যসূত্র
- ↑ google maps। "Location and address of AIOU"। google maps। google maps। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ গ "Brief history"। Brief history। ১৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ VC Annual Report 2009-10
- ↑ "Listing programmes"। Listing programmes। ১৯ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Siddiqui, Shoaib-ur-Rehman। "AIOU attracts large number of students"। Wednesday, 18 September 2013 19:40। Business Recorder, Pakistan। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Education programmes at AIOU"। Education programmes at AIOU। ২৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩।