আল মারখিয়াহ স্পোর্টস ক্লাব

আল মারখিয়াহ
পূর্ণ নামআল মারখিয়াহ স্পোর্টস ক্লাব
ডাকনামআল ইত্তিফাক
প্রতিষ্ঠিত১৯৯৫; ৩০ বছর আগে (1995)
মাঠআল মারখিয়াহ স্টেডিয়াম
ধারণক্ষমতা৪০,০০০
সভাপতিকাতার আলি আল মুসাইফরি
ম্যানেজারকাতার ওমর নাজহি
লিগকাতারি দ্বিতীয় বিভাগ
২০২০–২১৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

আল মারখিয়াহ স্পোর্টস ক্লাব (আরবি: نادي المرخية الرياضي, ইংরেজি: Al-Markhiya SC; সাধারণত আল মারখিয়াহ এসসি অথবা শুধুমাত্র আল মারখিয়াহ নামে পরিচিত) হচ্ছে আল মারখিয়াহ ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে কাতারের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ কাতারি দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৯৫ সালে আল ইত্তিফাক স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।[] ৪০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আল মারখিয়াহ স্টেডিয়ামে আল ইত্তিফাক নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কাতারি সাবেক ফুটবল খেলোয়াড় ওমর নাজহি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আলি আল মুসাইফরি।[]

ঘরোয়া ফুটবলে, আল মারখিয়াহ এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার সবগুলোই কাতারি দ্বিতীয় বিভাগ শিরোপা। রেবিন সুলাকা, সালিহ বাদির আল ইয়াজিদি, তালাল আল শিলা, মুহাম্মদ সালাহ আল নিল এবং কোয়ামে কারিকারির মতো খেলোয়াড়গণ আল মারখিয়াহের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

  1. "QOC Venue Booklet" (পিডিএফ)। Qatar Olympic Committee (QOC)। ২৪ মার্চ ২০১৫। পৃষ্ঠা 76। ২৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯ 
  2. "আল মারখিয়াহের স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 
  3. "আল মারখিয়াহ"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 

বহিঃসংযোগ