আশক তেসাদুফ্লেরি সেভের
আশক তেসাদুফ্লেরি সেভের | |
---|---|
![]() থিয়েটারে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
পরিচালক | ওমর ফারুক সোরাক |
প্রযোজক | ওগুজ পেরি |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ওজান চোলাকোগলু |
চিত্রগ্রাহক | ভ্বেলি কুয্বলু |
সম্পাদক | চাগরি তুর্ককান |
প্রযোজনা কোম্পানি | বোরসেক য়াপিম |
পরিবেশক | ইউ.আই.পি. |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯৭ মিনিট |
দেশ | তুরস্ক |
ভাষা | তুর্কি |
আশক তেসাদুফ্লেরি সেভের (তুর্কি: Aşk Tesadüfleri Sever প্রেম কাকতালীয় ভালোবাসে) হল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি তুর্কি প্রণয়ধর্মী চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন তুর্কি পরিচালক ওমর ফারুক সোরাক। চলচ্চিত্রটিতে মূল প্রণয়যুগল হিসেবে অভিনয় করেছেন তুর্কী অভিনেতা মেহমেত গুনসুর এবং অভিনেত্রী বেলজিম বিলগিন এরদোয়ান, যারা তাদের উভয়ের জীবনে সংঘটিত কতগুলো পারষ্পারিক আকস্মিক ঘটনার দ্বারা পরস্পর একে অপরের হৃদয় জয় করেন। চলচ্চিত্রটি ৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মুক্তি পাওয়ার পরপরই তুর্কি সিনেমার বক্স অফিসে এক নম্বরে চলে আসে এবং ২০১১ সালের তুরস্কের সর্বোচ্চ আয়কৃত চলচ্চিত্রগুলোর তালিকায় স্থান করে নেয়।[১]
তথ্যসূত্র
- ↑ Yıldırım, Emine (২০১১-০২-০৮)। "Melodrama borders romantic comedy in 'Aşk Tesadüfleri Sever'"। Today's Zaman। ২০১১-০৩-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৮।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট
(তুর্কি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আশক তেসাদুফ্লেরি সেভের (ইংরেজি)