আহম্মদপুর ইউনিয়ন, সুজানগর
পাবনা জেলার সুজানগর উপজেলা র আমিনপুর থানার একটি ইউনিয়ন
আহম্মদপুর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে আহম্মদপুর ইউনিয়ন, সুজানগরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′১৮″ উত্তর ৮৯°৩২′৫৬″ পূর্ব / ২৩.৯৫৫০০° উত্তর ৮৯.৫৪৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | সুজানগর উপজেলা |
আসন | পাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন) |
আয়তন | |
• মোট | ১৩.৬৭ বর্গকিমি (৫.২৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৪,৫৭০ |
• জনঘনত্ব | ৩,৩০০/বর্গকিমি (৮,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৬৮২ |
ওয়েবসাইট | ahammadpurup |
ইতিহাস
আহম্মদপুর ইউনিয়ন সুজানগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। ২০১৩ সালের ২০ শে অক্টোবর আহম্মদপুর ইউনিয়ন আমিনপুর থানার অধীনে চলে যায়। [১]
অবস্থান
আহম্মদপুর ইউনিয়নের ইহার পূর্ব দিকে কাশীনাথপুর ও জাতসাখিনী ইউনিয়ন এবং উত্তরে দুলাই ইউনিয়ন,পশ্চিমে গাজনার বিল ও দক্ষিণে রানীনগর ইউনিয়ন অবস্থিত। [২]
ইউনিয়ন পরিষদ
৬নং আহম্মদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
যোগাযোগ ব্যবস্থা
পাবনা থেকে এই ইউনিয়ন এর দুরুত্ব ৪৫ কিলোমিটার,সুজানগর উপজেলা হতে প্রায় ৩০ কিলোমিটার,আমিনপুর থানা হতে এর দুরুত্ব ১৫ কি.মি.,ইউনিয়নের সামনে থেকে পাবনা,সুজানগর বাস,সিএনজি সব সময় পাওয়া যায়। এই ইউনিয়ন টি পাবনা - কাজিরহাট N5 মহাসড়কে বিধায় যাতায়াত অনেক সহজ। [২]
রাস্তা ঘাট
পাকা রাস্তা ঃ ২৩ কিলোমিটার। কাঁচা রাস্তা ঃ ১২ কিলোমিটার কাঁচা রাস্তা [২]
হাট বাজার
চরগোবিন্দপুর বাজার চব্বিশমাইল বাজার বিরাহিমপুর বাজার কাশিনাথপুর (আংশিক)
শিক্ষা প্রতিষ্ঠান
মহাবিদ্যালয়ঃ ২টি।
- মাধ্যমিক বিদ্যালয় (বালক)ঃ ৫টি #মাধ্যমিকবিদ্যালয় (বালিকা) ঃ ৪ টি #হাফেজিয়া মাদ্রাসা ঃ ১টিসরকারী #প্রাথমিক বিদ্যালয় ঃ ১০টিবেসরকারী #প্রাথমিক বিদ্যালয় ঃ ৬টি
- কওমি মাদ্রাসা ঃ নাই।
- এতিম খানাঃ ১টি।
দর্শনীয় স্থান
আত্রাই নদী, গাজনার বিল, ডাক বাংলো।
এনজিও
আহম্মদপুর ইউনিয়নটি প্রত্যন্ত এলাকা হওয়ায় এখানে দারিদ্রতা বিমোচনের জন্য বেশ কয়েকটি এনজিও এর কার্যক্রম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ ব্র্যাক, আশা, পাবনা প্রতিশ্রুতি, আসিয়াব, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। আহম্মপুর উওর পাড়া সমিতি [২]
ধর্ম ও ধর্মীয় উৎসব
আহম্মদপুর ইউনিয়নে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যায় বেশি। এবং আমিনপুর থানায় কিছু পরিবার আছে।তারা তাদের ধর্মীয় অনুসঠান হিন্দুরা এলাকাতে দুর্গা পূজা জোমকপুর্নভাবে পালন করে
খাদ্য
এখানকার প্রধান খাবার হলো ভাত, রুটি, ডাল, শাক-সবজি, মাছ, মুড়ি, চিড়া ইত্যাদি। পান্তা ভাত ও কড়কড়ে ভাতের চাহিদাও এই এলাকাতে বেশ দেখা যায়।
তথ্যসূত্র
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ http://ahammadpurup.pabna.gov.bd