আ কাউন্টেস ফ্রম হংকং
আ কাউন্টেস ফ্রম হংকং | |
---|---|
পরিচালক | চার্লি চ্যাপলিন |
প্রযোজক | চার্লি চ্যাপলিন জেরোম এপস্টেইন |
রচয়িতা | চার্লি চ্যাপলিন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | চার্লি চ্যাপলিন |
চিত্রগ্রাহক | আর্থার ইবেৎসন |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি | ৫ জানুয়ারি ১৯৬৭ |
স্থিতিকাল | ১০৭ মিনিট |
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৩,৫০০,০০০ (আনু.)[১] |
আয় | $১,১০০,০০০ (যুক্তরাষ্ট্র ও কানাডা)[২] |
আ কাউন্টেস ফ্রম হংকং (ইংরেজি: A Countess from Hong Kong) হল ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন চলচ্চিত্র। এটি রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন চার্লি চ্যাপলিন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্লোন ব্র্যান্ডো, সোফিয়া লরেন, টিপ্পি হেড্রেন, ও সিডনি আর্ল চ্যাপলিন। এটি চ্যাপলিন পরিচালিত, প্রযোজিত ও রচিত এবং সুরারোপিত সর্বশেষ চলচ্চিত্র। এছারা এটি তার পরিচালিত দুটি চলচ্চিত্রের একটি যাতে তিনি নিজে অভিনয় করেন নি, অপরটি ছিল আ ওম্যান অব প্যারিস।
কুশীলব
- মার্লোন ব্র্যান্ডো — অগডেন মেয়ার্স
- সোফিয়া লরেন — নাতশ্চা
- সিডনি আর্ল চ্যাপলিন — হার্ভি
- টিপ্পি হেড্রেন — মার্থা মেয়ার্স
- প্যাট্রিক কার্গিল — হাডসন
- অলিভার জনস্টন — ক্লার্ক
- মাইকেল মেডউইন — জন ফেলিক্স
- জন পল — ক্যাপ্টেন
- মার্গারেট রাদারফোর্ড — মিস গাউলসোয়ালো
- অ্যাঞ্জেলা স্কোলার — সোসাইটি গার্ল
- জেরাল্ডিন চ্যাপলিন — নৃত্যমঞ্চে তরুণী
- জোসেফিন চ্যাপলিন — নৃত্যমঞ্চে "কাউন্টেস"
- ভিক্টোরিয়া চ্যাপলিন — নৃত্যমঞ্চে "কাউন্টেস"
- চার্লি চ্যাপলিন — বৃদ্ধ তত্ত্বাবধায়ক
মূল্যায়ন
চলচ্চিত্র মিশ্র ও ইতিবাচক পর্যালোচনা অর্জন করে এবং পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট রটেন টম্যাটোসে ৫টি পর্যালোচনার ভিত্তিতে ছবিটির রেটিং স্কোর ৬০%।[৩][৪]
সমালোচক টিম হান্টার ও অ্যান্ড্রু স্যারিস, কবি জন বেৎজেমান, এবং পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো এই চলচ্চিত্রটিকে চ্যাপলিনের শ্রেষ্ঠ চলচ্চিত্র বলে বিবেচনা করেন। অভিনেতা জ্যাক নিকোলসন এই চলচ্চিত্রের বিশাল ভক্ত।
তথ্যসূত্র
- ↑ Alexander Walker, Hollywood, England, Stein and Day, 1974 p345
- ↑ "Big Rental Films of 1967", Variety, 3 January 1968 p 25. Please note these figures refer to rentals accruing to the distributors.
- ↑ "A Countess from Hong Kong (1967)"। রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ Maltin, Leonard (সেপ্টেম্বর ১৯৯৪)। Leonard Maltin's Movie and Video Guide 1995। Signet। পৃষ্ঠা 263।
বহিঃসংযোগ
- অলমুভিতে আ কাউন্টেস ফ্রম হংকং (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আ কাউন্টেস ফ্রম হংকং (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে আ কাউন্টেস ফ্রম হংকং
- রটেন টম্যাটোসে আ কাউন্টেস ফ্রম হংকং (ইংরেজি)