ইউএসএস জন এফ. কেনেডি (সিভিএন-৭৯)

ইউএসএস জন এফ কেনেডি (সিভিএন-৭৯) হল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য নির্মিত জেরাল্ড আর ফোর্ড-শ্রেণির দ্বিতীয় বিমানবাহী রণতরী। জাহাজটি ২০১৯ সালের ২৯শে অক্টোবর জলে ভাসানো হয়েছিল, এবং এটির নামকরণ ২০১৯ সালের ৭ই ডিসেম্বর করা হয়েছিল।

নির্মাণ

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নির্মাণাধীন জন এফ. কেনেডি

হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ (এইচআইআই) নরথ্রপ গ্রামেন শিপবিল্ডিংকে ২০০৯ সালের ১৫ই জানুয়ারি জন এফ. কেনেডির জন্য নকশার কাজ ও নির্মাণ প্রস্তুতির জন্য $৩৭৪ মিলিয়ন চুক্তি প্রদান করা হয়েছিল।[] নরথ্রপ গ্রামেন ২০১০ সালের ৩০ই সেপ্টেম্বর ঘোষণা করে যে নির্মাণ শুরু করার প্রস্তুতি চলছে।[] জন এফ. কেনেডির জন্য নির্মাণের আনুষ্ঠানিক শুরুর ইঙ্গিত দিয়ে, নিউপোর্ট নিউজের ননরথ্রপ গ্রামেনে নৌবাহিনী ২০১১ সালের ২৫শে ফেব্রুয়ারি প্রথম ইস্পাত কাটার অনুষ্ঠান পরিচালনা করেছিল।[][]

জন এফ কেনেডি মূলত ২০১৮ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছিল। কর্মসূচিটি "আরও আর্থিকভাবে টেকসই পথে" স্থাপন করার উদ্দেশ্যে একটি পাঁচ বছরের নির্মাণ কর্মসূচিতে স্থানান্তরিত করার কথা প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস কর্তৃক ২০০৯ সালে ঘোষণা করার পর নির্মাণ সম্পন্ন করার সময় সীমা ২০২০ পর্যন্ত বর্ধিত হয়েছিল।

তথ্যসূত্র

  1. "Fact Sheet" (পিডিএফ)। Northrop Grumman Shipbuilding। ৫ জুলাই ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০০৯ 
  2. "Photo Release -- Northrop Grumman Announces Leadership Changes at Shipbuilding Sector in Newport News" (সংবাদ বিজ্ঞপ্তি)। Northrop Grumman। ৩০ সেপ্টেম্বর ২০১০। ৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Construction Begins on Navy's Newest Aircraft Carrier" (সংবাদ বিজ্ঞপ্তি)। Newport News Shipbuilding। ২৫ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১১ 
  4. Frost, Peter (২৬ ফেব্রুয়ারি ২০১১)। "Shipyard Cuts First Steel For Next Carrier; Funding Remains In Flux"Daily Press। Newport News, Virginia। 

বহিঃসংযোগ