ইউলেক্স ইউরোপিয়াস
ইউলেক্স ইউরোপিয়াস ( গর্স, সাধারণ গর্স, ফারজ বা হুইন ) হল ফ্যাবাসেই পরিবারে একটি প্রজাতির ফুল গাছ । এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং পশ্চিম ইউরোপের স্থানীয় ফুল । [১]
বর্ণনা
গাছটি ২–৩ মিটার (৭–১০ ফু) লম্বা এবং চিরহরিৎ গুল্ম । কান্ডের ডাল, বিটপ ও পাতা সবুজ , দৈর্ঘে ১–৩ সেন্টিমিটার (০.৩৯–১.১৮ ইঞ্চি) পরিবর্তিত হয়। [২] তরুণ চারা প্রথম কয়েক মাস ধরে স্বাভাবিক পাতা উৎপাদন করে।
সংরক্ষণ অবস্থা
এই গাছটি হেজিং, সীমানা সংজ্ঞা এবং উপযুক্ত রোদে গ্রাউন্ডকভারের জন্য ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
- ↑ "Ulex europaeus L."। Kew Science: Plants of the World Online। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ The Royal Horticultural Society A-Z Encyclopedia of Garden Plants। Dorling Kindersley। ২০০৮। পৃষ্ঠা 1062। আইএসবিএন 9781405332965।