ইউলেক্স ইউরোপিয়াস

ইউলেক্স ইউরোপিয়াস ( গর্স, সাধারণ গর্স, ফারজ বা হুইন ) হল ফ্যাবাসেই পরিবারে একটি প্রজাতির ফুল গাছ । এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং পশ্চিম ইউরোপের স্থানীয় ফুল । []

বর্ণনা

গাছটি ২–৩ মিটার (৭–১০ ফু) লম্বা এবং চিরহরিৎ গুল্ম । কান্ডের ডাল, বিটপপাতা সবুজ , দৈর্ঘে ১–৩ সেন্টিমিটার (০.৩৯–১.১৮ ইঞ্চি) পরিবর্তিত হয়। [] তরুণ চারা প্রথম কয়েক মাস ধরে স্বাভাবিক পাতা উৎপাদন করে।

সংরক্ষণ অবস্থা

এই গাছটি হেজিং, সীমানা সংজ্ঞা এবং উপযুক্ত রোদে গ্রাউন্ডকভারের জন্য ব্যবহৃত হয়।

তথ্যসূত্র

  1. "Ulex europaeus L."। Kew Science: Plants of the World Online। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  2. The Royal Horticultural Society A-Z Encyclopedia of Garden Plants। Dorling Kindersley। ২০০৮। পৃষ্ঠা 1062। আইএসবিএন 9781405332965