ইম্ফল পশ্চিম জেলা

ইম্ফল পশ্চিম জেলা
জেলা
স্থানাঙ্ক: ২৪°৪৯′ উত্তর ৯৩°৫৪′ পূর্ব / ২৪.৮১৭° উত্তর ৯৩.৯০০° পূর্ব / 24.817; 93.900
দেশ ভারত
রাজ্যমনিপুর
সদরদপ্তরলামফেলপাট
আয়তন
 • মোট৫৫৮ বর্গকিমি (২১৫ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
 • মোট৫,১৪,৬৮৩
 • জনঘনত্ব৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
ভাষা
 • OfficialMeiteilon (Manipuri)
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডIN-MN-WI
যানবাহন নিবন্ধনMN
ওয়েবসাইটimphalwest.nic.in

ইম্ফল পশ্চিম জেলা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ১৬টি জেলার একটি জেলা। ২০১১ সালে জনগণনা অনুসারে এটি রাজ্যের অন্যতম জনবহুল জেলা।

ভূগোল

লামফেলপাট হল ইম্ফল পশ্চিম জেলার প্রশাসনিক রাজধানী। এ জেলার মোট আয়তন ৫৫৮ বর্গকিলোমিটার।

বিভাগ

ইম্ফল পশ্চিম জেলা ৪টি মহকুমা ও ১০টি সার্কেলে বিভক্ত:

  • লামফেলপাট মহকুমা: লামফেলপাট
  • পাতসোই মহকুমা: পাতসোই, কনথৌজাম
  • লামসং মহকুমা: সালাম, লামসং, সেকমাই
  • ওয়াঙ্গোয় মহকুমা: হিয়াংথাং, লিলং চাজিং, ওয়াঙ্গোয়, মায়াং ইম্ফল

জনসংখ্যা

ইম্ফল পশ্চিম জেলায় ধর্ম
ধর্ম শতাংশ
হিন্দু
  
৭৪.৮১%
অন্যান্য
  
১৪.৮৭%
মুসলমান
  
৪.৬৯%
খ্রিস্টান
  
৪.৫১%
নির্দিষ্ট নয়
  
০.৩৯%
বৌদ্ধ
  
০.৩৭%
জৈন
  
০.২৪%
শিখ
  
০.০২%

২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে ৫১৪,৬৮৩ জন,[] যা আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কাবু ভের্দির জনসংখ্যার সমান। এটি ভারতের মোট ৬৪০টি জেলার মধ্যে ৫৪৫তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৮২ জন (প্রতি বর্গমাইলে ২৫৭০ জন) লোক বসবাস করে। ২০০২-২০১১ এর দশকে এ জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৫.৮২%। ইম্ফল পশ্চিমে নারী পুরুষের অনুপাত হল প্রতি ১,০০০ পুরুষের বিপরীতে ১,০২৯ জন মহিলা। এবং জেলার সাক্ষরতার হার ৮৬.৭%।

ভাষা

২০১১ সালের পরিসংখ্যান তথ্য মতে ইম্ফল পশ্চিম জেলার মনিপুরী (৪,৭০,৮৫২), কাবুই (১০,৪০৮), নেপালি (১০,৩০৯), হিন্দি (৭,৫৪৮), অন্যান্য (১৫,৪৮৪) ভাষায় কথা বলে।

তথ্যসূত্র

  1. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০