ইম্ফল পশ্চিম জেলা
ইম্ফল পশ্চিম জেলা | |
---|---|
জেলা | |
স্থানাঙ্ক: ২৪°৪৯′ উত্তর ৯৩°৫৪′ পূর্ব / ২৪.৮১৭° উত্তর ৯৩.৯০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মনিপুর |
সদরদপ্তর | লামফেলপাট |
আয়তন | |
• মোট | ৫৫৮ বর্গকিমি (২১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৫,১৪,৬৮৩ |
• জনঘনত্ব | ৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
ভাষা | |
• Official | Meiteilon (Manipuri) |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
আইএসও ৩১৬৬ কোড | IN-MN-WI |
যানবাহন নিবন্ধন | MN |
ওয়েবসাইট | imphalwest |
ইম্ফল পশ্চিম জেলা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ১৬টি জেলার একটি জেলা। ২০১১ সালে জনগণনা অনুসারে এটি রাজ্যের অন্যতম জনবহুল জেলা।
ভূগোল
লামফেলপাট হল ইম্ফল পশ্চিম জেলার প্রশাসনিক রাজধানী। এ জেলার মোট আয়তন ৫৫৮ বর্গকিলোমিটার।
বিভাগ
ইম্ফল পশ্চিম জেলা ৪টি মহকুমা ও ১০টি সার্কেলে বিভক্ত:
- লামফেলপাট মহকুমা: লামফেলপাট
- পাতসোই মহকুমা: পাতসোই, কনথৌজাম
- লামসং মহকুমা: সালাম, লামসং, সেকমাই
- ওয়াঙ্গোয় মহকুমা: হিয়াংথাং, লিলং চাজিং, ওয়াঙ্গোয়, মায়াং ইম্ফল
জনসংখ্যা
২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে ৫১৪,৬৮৩ জন,[১] যা আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কাবু ভের্দির জনসংখ্যার সমান। এটি ভারতের মোট ৬৪০টি জেলার মধ্যে ৫৪৫তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৮২ জন (প্রতি বর্গমাইলে ২৫৭০ জন) লোক বসবাস করে। ২০০২-২০১১ এর দশকে এ জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৫.৮২%। ইম্ফল পশ্চিমে নারী পুরুষের অনুপাত হল প্রতি ১,০০০ পুরুষের বিপরীতে ১,০২৯ জন মহিলা। এবং জেলার সাক্ষরতার হার ৮৬.৭%।
ভাষা
২০১১ সালের পরিসংখ্যান তথ্য মতে ইম্ফল পশ্চিম জেলার মনিপুরী (৪,৭০,৮৫২), কাবুই (১০,৪০৮), নেপালি (১০,৩০৯), হিন্দি (৭,৫৪৮), অন্যান্য (১৫,৪৮৪) ভাষায় কথা বলে।
তথ্যসূত্র
- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।