ইযহাকের আত্মবলিদানের প্রস্তুতি

Mosaic "Sacrifice of Isaac" – Basilica of San Vitale (A.D. 547)

ইযহাকের আত্মবলিদানের প্রস্তুতি (Hebrew: עֲקֵידַת יִצְחַק‎ ʿAqēḏaṯ Yīṣḥaq), অথবা সহজভাবে "আত্মবলিদানের প্রস্তুতি" (הָעֲקֵידָה‎ hāʿAqēḏā), হিব্রু বাইবেলের আদিপুস্তকের ২২ অধ্যায় থেকে নেওয়া একটি কাহিনী। বাইবেলের এই বর্ণনায়, ঈশ্বর আব্রাহামকে মোরিয়া পাহাড়ে নিজের পুত্র ইযহাককে বলি দিতে আদেশ করেন। আব্রাহাম যখন নিজের পুত্রকে বেদিতে বেঁধে বলি দিতে উদ্যত হন, ঠিক সেই মুহূর্তে স্বয়ং ঈশ্বরের দূত তাকে নিবৃত করেন। এসময় একটি ভেড়া সেখানে আবির্ভূত হয় এবং ঈশ্বর আব্রাহামের পরমেশ্বরভক্তি ও আনুগত্যের প্রশংসা করেন, যেখানে তিনি নিজের পুত্রকেও নরবলি হিসেবে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, এবং সেই ভেড়াটি ইযহাকের পরিবর্তে কুরবানি হয়।

আধুনিক গবেষণার আলোকে আলোচিত হওয়ার পাশাপাশি, বাইবেলের এই পর্বটি ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের ঐতিহ্যবাহী উৎসগুলিতে ব্যাপকভাবে ব্যাখ্যা ও ভাষ্যের বিষয়বস্তু হয়েছে।