উনিওনে কালচো সাম্পদোরিয়া
![]() | ||||
পূর্ণ নাম | উনিওনে স্পোর্তিভা সাম্পদোরিয়া এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ই ব্লুকেরচিয়াতি (নীল বৃত্ত) লা সাম্প ইল দোরিয়া | |||
প্রতিষ্ঠিত | ১২ আগস্ট ১৯৪৬ | |||
মাঠ | স্তাদিও লুইগি ফেররারিস | |||
ধারণক্ষমতা | ৩৬,৫৩৬ | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১৫তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
উনিওনে কালচো সাম্পদোরিয়া (সাধারণত ইউসি সাম্পদোরিয়া অথবা শুধুমাত্র সাম্পদোরিয়া ইতালীয় উচ্চারণ: [sampˈdɔːrja] নামে পরিচিত) হচ্ছে সাম্পদোরিয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯৪৬ সালের ১২ই আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইউসি সাম্পদোরিয়া তাদের সকল হোম ম্যাচ সাম্পদোরিয়ার স্তাদিও লুইগি ফেররারিসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৬,৫৩৬।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্লাউদিও রানিয়েরি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাসসিমো ফেররেরো। ইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় ফাবিও কোয়াইয়ারেল্লা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ইউসি সাম্পদোরিয়া এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে আ, ৪টি কোপা ইতালিয়া, ১টি সুপারকোপ্পা ইতালিয়ানা এবং ২টি সেরিয়ে বি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৯০ উয়েফা কাপ উইনার্স কাপ।
অর্জন
ঘরোয়া
- চ্যাম্পিয়ন (১): ১৯৯০–৯১
কোপ্পা ইতালিয়া
- চ্যাম্পিয়ন (৪): ১৯৮৪–৮৫, ১৯৮৭–৮৮, ১৯৮৮–৮৯, ১৯৯৩–৯৪
সুপারকোপ্পা ইতালিয়ানা
- চ্যাম্পিয়ন (১): ১৯৯১
সেরিয়ে বি
- চ্যাম্পিয়ন (২): ১৯৩৩–৩৪, ১৯৬৬–৬৭
ইউরোপীয়
- রানার-আপ (১): ১৯৯১–৯২
- চ্যাম্পিয়ন (১): ১৯৮৯–৯০
- রানার-আপ (১): ১৯৮৮–৮৯
- রানার-আপ (১): ১৯৯০
তথ্যসূত্র
- ↑ "www.genoacfc.it"। ৯ ডিসেম্বর ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০০৭।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (ইতালীয়)