একমা ইন্টারন্যাশনাল
Ecma International | |
গঠিত | ১৯৬১ |
---|---|
ধরন | মানদণ্ড প্রণয়নকারী সংগঠন |
উদ্দেশ্য | তথ্য ও যোগাযোগ ব্যবস্থার মানদণ্ড প্রণয়ন করা |
সদরদপ্তর | জেনেভা, সুইজারল্যান্ড |
যে অঞ্চলে | বিশ্বব্যাপী |
দাপ্তরিক ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | www.ecma-international.org |
একমা ইন্টারন্যাশনাল (ইংরেজি: Ecma International, উচ্চারণ: /ˈɛkmə/) হলো তথ্য ও যোগাযোগ ব্যবস্থার জন্য একটি অলাভজনক মানদণ্ড প্রণয়নকারী সংগঠন।[১] ১৯৯৪ সালে ইউরোপীয় কম্পিউটার নির্মাতা সংস্থা (European Computer Manufacturers Association, সংক্ষেপে ECMA) প্রতিষ্ঠানটির কার্যক্রমকে বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য তার নাম পরিবর্তন করে রাখে একমা (Ecma) । ফলস্বরূপ, নামটি আর সংক্ষিপ্তরূপ হিসাবে বিবেচিত হয় না এবং নামটিকে আর সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখার প্রয়োজন হয় না।
ইউরোপে কম্পিউটার সিস্টেমকে মানসম্মত করার লক্ষ্যে ১৯৬১ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বব্যাপী বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠান যারা কম্পিউটার বা যোগাযোগ ব্যবস্থা উৎপাদন, বাজারজাতকরণ বা বিকাশ করে তাদের জন্য এই সংগঠনের সদদ্যপদ উন্মুক্ত। এটি জেনেভায় অবস্থিত।
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "Mission - Ecma International"। একমা ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।