এক্কা দোক্কা
এক্কা দোক্কা | |
---|---|
ধরন |
|
নির্মাতা | লীনা গঙ্গোপাধ্যায় |
উন্নয়নকারী | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স |
প্রারম্ভিক সঙ্গীত | "এক্কা দোক্কা" |
দেশ | ভারত |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
নির্মাণ | |
প্রযোজক | সৈবাল ব্যানার্জি[১] |
নির্মাণ স্থান | কলকাতা |
ক্যামেরা বিন্যাস | একাধিক ক্যামেরা সেটআপ |
স্থিতিকাল | ২২ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান | ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স |
পরিবেশক | ডিজনি+হটস্টার স্টার ইন্ডিয়া |
মুক্তি | |
নেটওয়ার্ক | স্টার জলসা |
মুক্তি | ১৮ জুলাই ২০২২ বর্তমান | –
এক্কা দোক্কা হলো ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত বাংলা ভাষার একটি রোম্যান্টিক ড্রামা টেলিভিশন ধারাবাহিক, যেটি ১৮ জুলাই ২০২২ থেকে প্রতি সোমবার ও রবিবার রাত ৯ টায় স্টার জলসা চ্যানেলে প্রচারিত হচ্ছে। এতে প্রধান চরিত্রে রয়েছেন সপ্তর্ষি মৌলিক, সোনামনি সাহা, সুদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা।[২][৩]
অভিনয়ে
প্রধান চরিত্রে
- পোখরাজ সেন চরিত্রে সপ্তর্ষি মৌলিক – সেন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, এমবিবিএসের শেষ বর্ষের ছাত্র। [৪] (২০২২ - বর্তমান)
- রাধিকা মজুমদার চরিত্রে সোনামনি সাহা – এমবিবিএস অধ্যয়নরত শেষ বর্ষের ছাত্রী চরিত্রে। [৫] (২০২২ - বর্তমান)
পোখরাজের পরিবার
- ময়না মুখার্জি পোখরাজের মা চরিত্রে [৬] (২০২২ – বর্তমান)
- ভাস্কর ব্যানার্জী ডাঃ রনোদীপ সেন - পোখরাজের বাবার চরিত্রে (২০২২ - বর্তমান)
- সুদীপ মুখোপাধ্যায় শুভদীপ সেন-পোখরাজের কাকা চরিত্রে [৭] (২০২২ - বর্তমান)
- অশোক ভট্টাচার্য কালীকৃষ্ণ সেন- পোখরাজের দাদা চরিত্রে (২০২২ - বর্তমান)
- পোখরাজের পিসি চরিত্রে অনিন্দিতা রায়চৌধুরী (২০২২ - বর্তমান)
- পোখরাজের পিসি চরিত্রে অন্তরা পাকিরা নন্দী (২০২২ - বর্তমান)
- বিশ্বদীপ সেন, পোখরাজের মামা চরিত্রে দিগন্ত বাগচী (২০২২ - বর্তমান)
রাধিকার পরিবার
- অঙ্কিতা মজুমদার চরিত্রে অপরাজিতা ঘোষ দাস – রাধিকার বড় বোন; কুশল এবং সুদক্ষিণার বড় মেয়ে (২০২২ - বর্তমান)
- চন্দন সেন ডাঃ কুশল মজুমদার চরিত্রে – একজন বিখ্যাত ডাক্তার; রাধিকা এবং অঙ্কিতার বাবা [২] (২০২২ - বর্তমান)
- মালবিকা সেন সুদক্ষিণা মজুমদার চরিত্রে – একজন নৃত্যশিল্পী; রাধিকা ও অঙ্কিতার মা; কুশলের স্ত্রী [২] (২০২২ - বর্তমান)
- রাধিকা ও অঙ্কিতার দাদুর চরিত্রে দুলাল লাহিড়ী (২০২২ - বর্তমান)
- চারুলতা মজুমদার চরিত্রে অনামিকা সাহা - রাধিকা এবং অঙ্কিতার দাদী (২০২২ - বর্তমান)
- মনুজশ্রী গাঙ্গুলী পুপে রাধিকা এবং অঙ্কিতার পিসি চরিত্রে; কুশলের ছোট বোন (২০২২ - বর্তমান)
তথ্যসূত্র
- ↑ "Actress Moyna Mukherji bags a new project - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ ক খ গ "TV show 'Ekka Dokka' to launch this month - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ "দুই হবু ডাক্তারের টক্কর আর প্রেম নিয়ে 'এক্কা দোক্কা', ফিরছেন সপ্তর্ষি-সোনমণি"। Hindustantimes Bangla। ২০২২-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ "'Ekka Dokka' to feature Saptarshi Maulik and Sona Moni Saha as arch-rivals - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২২-০৬-২৯)। "লড়াই থেকেই ভালোবাসা শুরু? শঙ্খ নন, এবার ডিঙ্কার সঙ্গে প্রেম করবেন মোহর!"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ "Actress Moyna Mukherji bags a new project - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।
- ↑ "Actor Sudip Mukherjee to share the screen with 'Sreemoyee' co-star Saptarshi Maulik in 'Ekka Dokka' - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১০।