এডভার্ট মোজের

এডভার্ট মোজের
এডভার্ট মোজের (২০১৪)
জন্ম (1962-04-27) ২৭ এপ্রিল ১৯৬২ (বয়স ৬২)
এ্যালিসান্ড, নরওয়ে
জাতীয়তানরওয়েজিয়ান
পরিচিতির কারণগ্রিড কোষ, সঞ্চালিত কোষ, বর্ডার কোষ (মস্তিষ্ক), নিউরন
দাম্পত্য সঙ্গীমে-ব্রিট মোজের
পুরস্কারচিকিৎসা বিজ্ঞানে নোবেল (২০১৪)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রস্নায়ুবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহকালভি ইনস্টিটিউট ফর সিস্টেম নিউরোসায়েন্স এন্ড সেন্টার ফর দা বায়োলজি অফ মেমরী
ইউনিভার্সিটি অব এডিনবার্গ

এডভার্ট ইংগাল্ড মোজেল (জন্ম ২৭ এপ্রিল ১৯৬২) একজন নরয়ের মনোবৈজ্ঞানিক, স্নায়ুবিজ্ঞানী, এবং কালভি ইন্সটিটিউট ফর সিস্টেমস নিউরোসায়েন্স এন্ড সেন্টার ফর নিউরাল কম্পিউটেশন এর প্রতিষ্ঠান পরিচালক যেটা নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ট্রেনধেইম, নরওয়ে তে অবস্থিত। সে ভিজিটিং রিসার্চার হিসেবে বর্তমানে আছেন মেক্স প্লাঙ্ক ইন্সটিটিউট ফর নিউরোবায়োলজি যেটা মুনিচ, জার্মানি তে অবস্থিত।[] মজের এবং তার স্ত্রী মে-ব্রিট মজের এসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলেন মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞান বিভাগে এনটিএনএউ তে ১৯৯৬ সালে। তাদের সহায়তায় সেন্টার ফর দা বায়োলজি অফ মেমরী (সিবিএম) প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে এবং ইন্সটিটিউট ফর সিস্টেমস নিউরোসায়েন্স ২০০৭ সালে, এবং তারাই প্রবর্তিত করেছেন মস্তিষ্ক পক্রিয়া গবেষণা স্পেস রিপ্রেজেন্ট এর জন্য।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহি:সংযোগ