এলিজাবেথ গ্যাসকেল
এলিজাবেথ ক্লেগহর্ন গ্যাসকেল (বিবাহ-পূর্বনাম: স্টিভেনসন, ২৯ সেপ্টেম্বর ১৮১০ - ১২ নভেম্বর ১৮৬৫) প্রায়শই মিসেস গ্যাসকেল হিসাবে উল্লেখিত, ছিলেন ইংরেজ ঔপন্যাসিক, জীবনীকার এবং ছোট গল্প লেখক। তার উপন্যাসগুলি ভিক্টোরিয় সমাজের বিভিন্ন স্তরের জীবনযাত্রার বিস্তারিত বিবরণ দেয়, যার মধ্যে রয়েছে দারিদ্র এবং সামাজিক ঐতিহাসিকদের পাশাপাশি সাহিত্য প্রেমিকদের আগ্রহ। তার প্রথম উপন্যাস মেরি বার্টন ১৮৪৮ সালে প্রকাশিত হয়েছিল। ১৮৫৭ সালে প্রকাশিত গ্যাসকেলের দ্য লাইফ অব শার্লট ব্রোন্টি ছিল ব্রোন্টির প্রথম জীবনী। এই জীবনীগ্রন্থে তিনি কেবল ব্রোন্টির জীবনের নৈতিক এবং অত্যাধুনিক বিষগুলির কথা লিখেছিলেন। গ্যাসকেলের বিখ্যাত উপন্যাস ক্র্যানফোর্ড (১৮৫১-৫৩), উত্তর ও দক্ষিণ (১৮৫৪4-৫৫), স্ত্রী ও কন্যা (১৮৬৫), যার প্রত্যকেটি বিবিসি কর্তৃক টেলিভিশনের জন্যে অভিযোজিত হয়েছিল।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
গ্রন্থাগার সংরক্ষণ সম্পর্কে এলিজাবেথ গ্যাসকেল |
উইকিমিডিয়া কমন্সে এলিজাবেথ গ্যাসকেল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিউক্তিতে এলিজাবেথ গ্যাসকেল সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।