ওকা চিন্না মাতা
ওকা চিন্না মাতা | |
---|---|
পরিচালক | মুত্যালা সুব্বাইয়া |
প্রযোজক | বি. শিব রাম কৃষ্ণ |
রচয়িতা | দিবাকর বাবু (সংলাপ) |
চিত্রনাট্যকার | মুত্যালা সুব্বাইয়া |
কাহিনিকার | ভূপতি রাজা |
উৎস | চরণ দাসী (১৯৫৬) নৌকাডুবি (রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে | জগপতি বাবু ইন্দ্রজা |
সুরকার | রামানি ভরদ্বাজ |
চিত্রগ্রাহক | ভি. শ্রীনিবাস রেড্ডি |
সম্পাদক | কোলা ভাস্কর |
প্রযোজনা কোম্পানি | শ্রীবেঙ্কটেশ্বর আর্ট ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
ওকা চিন্না মাতা (বাংলা: একটি ছোটো কথা) হল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু রোম্যান্স চলচ্চিত্র/এই ছবিটির প্রযোজক ছিলেন শ্রীবেঙ্কটেশ্বর আর্ট ফিল্মসের ব্যানারে বি. শিব রাম কৃষ্ণ এবং পরিচালক ছিলেন মুত্যালা সুব্বাইয়া। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন জগপতি বাবু ও ইন্দ্রজা এবং এই ছবির সংগীত পরিচালনা করেন রামানি ভরদ্বাজ। ছবিটি বক্স অফিসে ‘সুপারহিট’ হয়।[১][২]
ছবির কাহিনি এন. টি. রামা রাও ও আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের চরণ দাসী (১৯৫৬) ছবির কাহিনি থেকে অনুপ্রাণিত। চরণ দাসী ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল।[৩]
তথ্যসূত্র
- ↑ http://www.imdb.com/title/tt1579844/fullcredits?ref_=tt_ov_st_sm
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬।
- ↑ "Heading"। IQLIK MOVIES।
বহিঃসংযোগ
ইন্টারনেট মুভি ডেটাবেজে ওকা চিন্না মাতা (ইংরেজি)