ওকা চিন্না মাতা

ওকা চিন্না মাতা
ওকা চিন্না মাতা ছবির পোস্টার
পরিচালকমুত্যালা সুব্বাইয়া
প্রযোজকবি. শিব রাম কৃষ্ণ
রচয়িতাদিবাকর বাবু (সংলাপ)
চিত্রনাট্যকারমুত্যালা সুব্বাইয়া
কাহিনিকারভূপতি রাজা
উৎসচরণ দাসী (১৯৫৬)
নৌকাডুবি (রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস)
শ্রেষ্ঠাংশেজগপতি বাবু
ইন্দ্রজা
সুরকাররামানি ভরদ্বাজ
চিত্রগ্রাহকভি. শ্রীনিবাস রেড্ডি
সম্পাদককোলা ভাস্কর
প্রযোজনা
কোম্পানি
শ্রীবেঙ্কটেশ্বর আর্ট ফিল্মস
মুক্তি
  • ২৭ মে ১৯৯৭ (1997-05-27)
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু

ওকা চিন্না মাতা (বাংলা: একটি ছোটো কথা) হল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু রোম্যান্স চলচ্চিত্র/এই ছবিটির প্রযোজক ছিলেন শ্রীবেঙ্কটেশ্বর আর্ট ফিল্মসের ব্যানারে বি. শিব রাম কৃষ্ণ এবং পরিচালক ছিলেন মুত্যালা সুব্বাইয়া। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন জগপতি বাবু ও ইন্দ্রজা এবং এই ছবির সংগীত পরিচালনা করেন রামানি ভরদ্বাজ। ছবিটি বক্স অফিসে ‘সুপারহিট’ হয়।[][]

ছবির কাহিনি এন. টি. রামা রাওআক্কিনেনি নাগেশ্বর রাওয়ের চরণ দাসী (১৯৫৬) ছবির কাহিনি থেকে অনুপ্রাণিত। চরণ দাসী ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল।[]

তথ্যসূত্র

  1. http://www.imdb.com/title/tt1579844/fullcredits?ref_=tt_ov_st_sm
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬ 
  3. "Heading"। IQLIK MOVIES। 

বহিঃসংযোগ

ইন্টারনেট মুভি ডেটাবেজে ওকা চিন্না মাতা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি)