ওয়াখান জেলা
ওয়াখান জেলা واخان (পশতু) (ফার্সি) · Вахон (তাজিক) | |
---|---|
জেলা | |
বাদাখশন প্রদেশের মধ্যে ওয়াকান জেলা অবস্থান করছে | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | বাদাখশন |
রাজধানী | খান্দুদ |
জনসংখ্যা | |
• মোট | ১৩,০০০ |
ওয়াখান জেলা পূর্ব আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। জেলাটিতে মোট জনসংখ্যা প্রায় ১৩,০০ জন বাসিন্দাদের বসতবাড়ি রয়েছে। জেলাটিতে তিনটি আন্তর্জাতিক সীমানা রয়েছে: উত্তরে তাজিকিস্তান, দক্ষিণে পাকিস্তান (বিশেষ করে গিলগিট-বেলতিস্তান এবং চিত্রল) এবং পূর্বে চীনের সাথে আফগানিস্তানের সীমানা রয়েছে। জেলাটির রাজধানী শহর খন্দদ গ্রাম যেখানে জনসংখ্যার প্রায় ১,২৪৪ জন বাসিন্দাদের বসতভিটা রয়েছে।
বহিঃসংযোগ
জেলা | ||
---|---|---|
জনবহুল এলাকা |
| |
ভবন এবং কাঠামো |
| |
অন্যান্য |
| |
|