ওয়ান্টেড (২০০৮-এর চলচ্চিত্র)
ওয়ান্টেড | |
---|---|
পরিচালক | তিমুর বেকমামবেতভ |
প্রযোজক | মার্ক প্ল্যাট জ্যাসন নেটার জিম লেমলি |
রচয়িতা | ক্রিস মরগ্যান মাইকেল ব্র্যান্ডিট ডেরেক হ্যাস |
শ্রেষ্ঠাংশে | জেমস ম্যাকঅ্যাভয় অ্যাঞ্জেলিনা জোলি মরগ্যান ফ্রিম্যান কমন থমাস ক্রেটশ্চম্যান টেরেন্স স্ট্যাম্প |
সুরকার | ড্যানি এল্ফম্যান |
চিত্রগ্রাহক | মিশেল অ্যামুন্ডসন |
সম্পাদক | ডেভিড ব্রেনার |
প্রযোজনা কোম্পানি | স্পাইগ্লাস এন্টারটেইনমেন্ট |
পরিবেশক | ইউনিভার্সাল পিকচার্স |
মুক্তি | যুক্তরাজ্য ২৫ জুন, ২০০৮ যুক্তরাষ্ট্র ২৭ জুন, ২০০৮ অস্ট্রেলিয়া ৩১ জুলাই, ২০০৮ |
স্থিতিকাল | ১১০ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ৫২৫ কোটি টাকা |
আয় | ২,৩৯২ কোটি টাকা |
ওয়ান্টেড (ইংরেজি: Wanted) ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন চলচ্চিত্র। মূলত মার্ক মিলারের লেখা কমিক বই ওয়ান্টেড-এর ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত। এর পরিচালনায় ছিলেয় তিমুন বেকমামবেতভ, এবং শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন, জেমস ম্যাকঅ্যাভয়, অ্যাঞ্জেলিনা জোলি, মরগ্যান ফ্রিম্যান, থমাস ক্রেটশ্চম্যান, টেরেন্স স্ট্যাম্প প্রমুখ। ছবিটিতে দেখা যায়, ওয়েসলি গিবসন একজন হতাশা চাকুরে যিনি একদিন আবিষ্কার করেন যে, তার বাবা একজন গোপন হত্যাকারী ছিলেন। এরপর বাবার পেশাকে অনুসরণ করে তিনিও একজন গোপন খুনী হিসেবে দ্য ফ্র্যাটার্নিটি-তে যোগদান ও কাজ করা শুরু করেন।
ছবিটির কাজ শুরু হয় এপ্রিল ২০০৭-এ। ইউরোপীয় দেশ চেক প্রজাতন্ত্রে ছবিটির মূল কাজ হয়, পরে আনুষঙ্গিক কাজগুলো হয় যুক্তরাষ্ট্রের শিকাগোতে। ২৫ জুন, ২০০৮, এবং ২৭ জুন, ২০০৮-এ চলচ্চিত্রটি যথাক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ছবিটি সমালোচকদের দৃষ্টিতে ও ব্যবসায়িক, উভয় ক্ষেত্রেই সফলতা লাভ করে। ২০০৯ সালের ২২ জানুয়ারি ছবিটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করে। দুটি ক্ষেত্রের জন্য এটি মনোনীত হয়; একটি হচ্ছে, সেরা শব্দ সম্পাদনা ও অপরটি হচ্ছে সেরা শব্দ মিশ্রণ।
ছবিটি পরবর্তী ধারবাহিক পর্ব ওয়ান্টেড ২-এর চিত্রধারণের কাজ বর্তমানে চলমান।
কুশীলব
- জেমস ম্যাকঅ্যাভয় - ওয়েসলি গিবসন
- অ্যাঞ্জেলিনা জোলি - ফক্স
- মরগান ফ্রিম্যান - স্লোন
- কমন - বন্দুক মিস্ত্রী
- থমাস ক্রেটশ্চম্যান - ক্রস
- টেরেন্স স্ট্যাম্প - পেকওয়ার্স্কি
তথ্যসূত্র
- ↑ "Wanted at the BBFC"। British Board of Film Classification। ২০০৮-০৬-১৬। ২০০৮-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-২৪।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট
- অলমুভিতে ওয়ান্টেড (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওয়ান্টেড (ইংরেজি)
- মেটাক্রিটিকে ওয়ান্টেড (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ওয়ান্টেড (ইংরেজি)
- Wanted Review