ওয়াল্টার পিজেয়ন
ওয়াল্টার পিজেয়ন | |
---|---|
Walter Pidgeon | |
![]() ১৯৬৩ সালে পিজেয়ন | |
জন্ম | ওয়াল্টার ডেভিস পিজেয়ন ২৩ সেপ্টেম্বর ১৮৯৭ সেন্ট জন, নিউ ব্রান্সউইক, কানাডা |
মৃত্যু | ২৫ সেপ্টেম্বর ১৯৮৪ সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৭)
জাতীয়তা | কানাডীয়-মার্কিন |
মাতৃশিক্ষায়তন | নিউ ব্রান্সউইক বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯২৫-১৯৭৭ |
ওয়াল্টার ডেভিস পিজেয়ন (ইংরেজি: Walter Davis Pidgeon; ২৩ সেপ্টেম্বর ১৮৯৭ - ২৫ সেপ্টেম্বর ১৯৮৪) ছিলেন একজন কানাডীয়-মার্কিন অভিনেতা। ৪৭ বছর অভিনয় জীবনে তিনি কঠোর ও বুদ্ধিদীপ্ত চরিত্রে অভিনয় করেছেন এবং ১৯৪০-এর দশকে গ্রির গারসনের সাথে জুটি বেঁধে আটটি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছান।[১] তিনি মিসেস মিনিভার (১৯৪২) ও মাদাম ক্যুরি (১৯৪৩) চলচ্চিত্রে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি (১৯৪১), দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল (১৯৫২), ফরবিডেন প্ল্যানেট (১৯৫৬), ভয়েজ টু দ্য বটম অব দ্য সি (১৯৬১), অ্যাডভাইস অ্যান্ড কনসেন্ট (১৯৬২), ফানি গার্ল (১৯৬৮) এবং হ্যারি ইন ইওর পকেট (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করেন।
১৯৬০ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয় এবং ১৯৭৫ সালে তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র
- ↑ বার্গার, জোসেফ (২৬ সেপ্টেম্বর ১৯৮৪)। "WALTER PIDGEON, ACTOR, DIES AT 87"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Commons-logo.svg/30px-Commons-logo.svg.png)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ওয়াল্টার পিজেয়ন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওয়াল্টার পিজেয়ন (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ওয়াল্টার পিজেয়ন (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে ওয়াল্টার পিজেয়ন (ইংরেজি)