কমলাপেট সুরু সাপ
কমলাপেট সরু সাপ Trachischium tenuiceps | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
শ্রেণী: | Reptilia |
বর্গ: | Squamata |
উপবর্গ: | Serpentes |
পরিবার: | Colubridae |
গণ: | Trachischium |
প্রজাতি: | T. tenuiceps |
দ্বিপদী নাম | |
Trachischium tenuiceps (Blyth, 1854) |
ট্র্যাচিচিয়াম টেনুসেপস বা কমলাপেট সরু সাপ, এটি হলুদপেটা কীড়া খাওয়ার সাপ হিসাবেও পরিচিত, এটি এক প্রজাতির কলুব্রিডি সাপ, যা দক্ষিণ এশিয়া এবং তিব্বতে পাওয়া। [১]
ভৌগোলিক পরিসীমা
এটি নেপাল, বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারতে (দার্জিলিং, সিকিম, অরুণাচল প্রদেশ [মোকতো, বোমদির - তাওয়ং জেলা]) এবং তিব্বতে পাওয়া যায়। [১]
বর্ণনা
ট্র্যাচিচিয়াম টেনুসেপস -এর পিঠ হ'ল কালো রঙের এবং সাধারণ নাম থেকেই বোঝা যায়, পেট হলুদাভ বর্ণের। মসৃণ পিঠের আঁশগুলি ১৩টি সারিতে সাজানো থাকে, পুরুষ সাপের পায়ু অঞ্চলের আঁশগুলি কিলযুক্ত। প্রাপ্তবয়স্কদের দৈর্ঘ্য ৩৫ সেমি (১৪ ইঞ্চি) পর্যন্ত হতে পারে এবং একটি ৫ সেমি (২ ইঞ্চি) লম্বা লেজ থাকে। [২]
তথ্যসূত্র
- ↑ ক খ Trachischium tenuiceps at the TIGR Reptile Database
- ↑ Boulenger, G.A. 1890. The Fauna of British India, Reptilia and Batrachia. Taylor and Francis. London. p. 286.
- Blyth, Edward. 1855 Notices and descriptions of various reptiles, new or little known [part 2]. Jour. Asiatic Soc. Bengal, Calcutta, 23 (3): 287–302 [1854]