কসবা বিধানসভা কেন্দ্র
কসবা | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
স্থানাঙ্ক: ২২°৩১′১১″ উত্তর ৮৮°২২′৩৪″ পূর্ব / ২২.৫১৯৭২° উত্তর ৮৮.৩৭৬১১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ ২৪ পরগনা |
কেন্দ্র নং. | ১৪৯ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ২৩. কলকাতা দক্ষিণ |
নির্বাচনী বছর | ২২২,৯৬৬ (২০১১) |
কসবা (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। কলকাতার পাশ্ববর্তী কেন্দ্র কসবা।
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে কলকাতা পৌরসংস্থার ৬৬, ৬৭, ৯১, ৯২, ১০৭ এবং ১০৮ নং ওয়ার্ড নিয়ে ১৪৯ নং কসবা বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে।[১]
কসবা বিধানসভা কেন্দ্রটি ২৩ নং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | কসবা | আহমেদ জাভেদ খান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[২] |
২০১৬ | কসবা | আহমেদ জাভেদ খান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[৩] |
নির্বাচনী ফলাফল
২০১৬
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | আহমেদ জাভেদ খান | ৯১,৬৭৯ | ৪৭.৪০ | ||
সিপিআই(এম) | শতরুপ ঘোষ | ৭৯,৭৯৫ | ৪১.৩০ | ||
বিজেপি | বিকাশ দেবনাথ | ১৭,৫৫০ | ৯.১০ | ||
বিএসপি | লক্ষী যাদব (রায়) | ১,৩৫৬ | ০.৭০ | ||
এল জে পি | কৃষ্ণা মাইতি | ৬১৮ | ০.৩০ | ||
নির্দল | সোমনাথ দাম | ৫৯৬ | ০.৩০ | ||
নির্দল | তাপস কুমার দে | ৫৭৫ | ০.৩০ | ||
নির্দল | সুশান্ত কুমার বিশ্বাস | ৪৮৬ | ০.৩০ | ||
নির্দল | অরুনানসু কুমার সরকার | ৩৬৫ | ০.২০ | ||
নির্দল | জয়ন্ত দেবনাথ | ৩৫৩ | ০.২০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৮৮৪ | ৬.১% | |||
ভোটার উপস্থিতি | ১,৯৩,৩৭৩ | ৭৪.৪% |
২০১১
২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জাভেদ খান তার কাছের প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) এর শতরুপ ঘোষ কে পরাজিত করে।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | আহমেদ জাভেদ খান | ৯২,৪৬০ | ৫৩.৮১ | ||
সিপিআই(এম) | শতরূপ ঘোষ | ৭২,৫৭১ | ৪২.২৩ | ||
বিজেপি | বিকাশ দেবনাথ | ৩,০৬৬ | ১.৭৮ | ||
নির্দল | সত্যজিৎ রায় | ১,৪০১ | |||
বিএসপি | সুশান্ত কুমার বিশ্বাস | ১,১৬৭ | |||
নির্দল | অরিন্দম ভৌমিক | ৭২৫ | |||
নির্দল | জয়ন্ত দেবনাথ | ৪৪৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৭১,৮৩৯ | ৭৭.০৭ | |||
তৃণমূল জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
- ↑ ক খ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১০।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৪।
- ↑ "General Elections, India, 2016, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ 17/03/2018। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "West Bengal Assembly Election 2011"। Kasba (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১।