কাজাখস্তান–বাংলাদেশ সম্পর্ক
![]() | |
![]() কাজাখস্তান |
![]() বাংলাদেশ |
---|
কাজাখস্তান–বাংলাদেশ সম্পর্ক বলতে কাজাখস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে বুঝায়।
কাজাখস্তান সরকার প্রতিবছর ৫৫০ জন বিদেশি শিক্ষার্থীকে বিনামূল্যে কাজাখস্তানে শিক্ষাবৃত্তিসহ পড়াশোনার সুযোগ করে দেয়। তাই বাংলাদেশি শিক্ষার্থীরাও কাজাখস্তানে পাড়ি জমাচ্ছেন।
কূটনৈতিক সম্পর্ক
কাজাখস্তানে বাংলাদেশের ও বাংলাদেশে কাজাখস্তানের স্থায়ী রাষ্ট্রদূত নেই। ২০০৯ সালে কাজাখস্তান ঢাকায় একটি কনস্যুলেট খোলার আগ্রহ প্রকাশ করেছিল[১]। ২০১২ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কাজাখস্তানের রাজধানী আস্তানা সফর করেন[২]।
অর্থনৈতিক সম্পর্ক
কাজাখস্তান ও বাংলাদেশ উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্য বর্ধিত করতে আগ্রহী। এজন্য দেশ দু'টি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে[৩][৪]। কাজাখস্তানে পাট, পাটজাত দ্রব্যাদি, চা, ওষুধপত্র, পোশাক প্রভৃতি বাংলাদেশি পণ্য রপ্তানির গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। ২০০৮ সালে দেশ দু'টি পারস্পরিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে[৫]। ২০১২ সালে বাংলাদেশ বিনা শুল্কে কাজাখস্তানের বাজারে প্রবেশের অধিকার লাভ করে[৬]। ২০১৩ সালে প্রাক্তন বাণিজ্য সচিব মাহবুব আহমেদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি বাংলাদেশি প্রতিনিধিদল কাজাখস্তান সফর করেন। তাঁদের সফরের লক্ষ্য ছিল কাজাখস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা যাচাই করা[৭]।
তথ্যসূত্র
- ↑ "Kazakhstan to open consulate in Dhaka"। দ্য ডেইলি স্টার। ২০০৯-১০-৩০। ২০১৪-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩।
- ↑ "Bangladesh calls for confidence building among Asian nations for peace"। Bangladesh Sangbad Sangstha (BSS)। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩।
- ↑ Diplomatic Correspondent (২০১১-০৫-২৪)। "FM stresses trade with Kazakhstan"। দ্য ডেইলি স্টার। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩।
- ↑ "Kazakhstan to open consulate in Dhaka 30 October, 2009"। Bangladesh Today। ২০০৯-১০-৩০। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩।
- ↑ "Form joint economic body to strengthen ties"। দ্য ডেইলি স্টার। ২০০৮-০৪-১৮। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩।
- ↑ "Dhaka to get duty-free access to Russia, Belarus and Kazakhstan"। Bangladesh Sangbad Sangstha (BSS)। ২০১৪-০২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩।
- ↑ "Team to visit Russia to explore trade opportunities"। ঢাকা ট্রিবিউন। ২০১৫-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩।