কামাকুরা যুগ
জাপানের ইতিহাস |
---|
ধারাবাহিকের অংশ |
|
কামাকুরা যুগ (鎌倉時代 কামাকুরাজিদাই, ১১৮৫-১৩৩৩) হল জাপানের ইতিহাসে কামাকুরা শোগুনতন্ত্রের শাসনকাল। ১১৯২ খ্রিঃ কামাকুরায় প্রথম শোগুন মিনামোতো নো য়োরিতোমোর নেতৃত্বে এর আনুষ্ঠানিক সূচনা হয়। যোদ্ধা জাতি সামুরাইদের উত্থান এবং জাপানে সামন্ততন্ত্রের প্রতিষ্ঠার জন্য এই যুগ স্মরণীয়।
১৩৩৩ খ্রিঃ কামাকুরা শোগুনতন্ত্রের বিলোপ এবং সম্রাট গো-দাইগোর নেতৃত্বে আশিকাগা তাকাউজি, নিত্তা য়োশিসাদা ও কুসুনোগি মাসাশিগের চেষ্টায় সম্রাটের প্রত্যক্ষ শাসনের ক্ষণস্থায়ী পুনর্গঠনের মাধ্যমে কামাকুরা যুগ শেষ হয়।