কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন
কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল জংশন স্টেশন | |
![]() কামাক্ষ্যা জংশন গুয়াহাটি। | |
অবস্থান | মকলিগাও, গ্রিন পার্ক কলোনি, গুয়াহাটি, কামরুপ জেলা, আসাম ভারত |
স্থানাঙ্ক | ২৬°০৯′২৬″ উত্তর ৯১°৪১′২৭″ পূর্ব / ২৬.১৫৭১° উত্তর ৯১.৬৯০৭° পূর্ব |
উচ্চতা | ৫৫ মিটার (১৮০ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
লাইন | Barauni–Guwahati line Guwahati–Goalpara town–New Bongaigaon junction line |
প্ল্যাটফর্ম | ৪ |
সংযোগসমূহ | অটো রিক্সা, বাস, টেক্সি |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | ![]() |
অন্য তথ্য | |
অবস্থা | চালু |
স্টেশন কোড | KYQ |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | লামডিং রেল বিভাগ |
ইতিহাস | |
বৈদ্যুতীকরণ | ২৭ মার্চ ২০২১ |
আগের নাম | আসাম বেঙ্গল রেলওয়ে |
অবস্থান | |
কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত একটি রেলওয়ে জংশন স্টেশন।
অবস্থান
স্টেশনটি উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দপ্তরের কাছে অবস্থিত। এটি গুয়াহাটি রেলওয়ে স্টেশনের পরে গুয়াহাটির দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন।
স্টেশন সুবিধা
কামাখ্যা জংশন সাম্প্রতিক অতীতে তার যাত্রী সুবিধাগুলিকে উন্নত করেছে।কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সঙ্গে যৌথভাবে স্টেশনটি তৈরি করা হচ্ছে।
- এতে ফ্রি ওয়াইফাই, টেলিভিশন, এয়ার-কন্ডিশনার ইত্যাদি সহ ১০টি অবসর নেওয়ার কক্ষ রয়েছে।
- ডিজিটাল ডিসপ্লে সিস্টেমের সাথে ১২০ জন যাত্রীর জন্য ১০টি শয্যা বিশিষ্ট একটি ডরমিটরি, ওয়েটিং হল।
- RailWire বিনামূল্যে উচ্চ-গতির Wi-Fi পরিষেবা Google দ্বারা প্রদত্ত।
- কম্পিউটারাইজড রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম এবং নিরামিষ এবং আমিষ খাবারের স্টল।[১][২]
- এনএফ রেলওয়ে ২০২১ সালে কামাখ্যা স্টেশন পর্যন্ত বৈদ্যুতিক ড্রাইভ সহ তার প্রথম পার্সেল ট্রেন চালু করে।[৩]
বহিঃসংযোগ
তথ্যসূত্র
- ↑ "Guwahati's Kamakhya Railway Station gets a facelift; Upgraded with distinguished facilities"। G Plus। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।
- ↑ "Retiring rooms in Northeast Frontier Railway"। Indian Railways। ১৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩।
- ↑ "First passenger train pulled by electric loco comes to Assam"। Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২২।