কার্বনিল মূলক

কার্বনিল মূলক (C=O) ধারণকারী একটি যৌগ

জৈব রসায়নে, কার্বনিল মূলক হল একটি কার্যকরী মূলক যাতে একটি কার্বন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে (C=O)। বহু বৃহৎ কার্যকরী মূলকের অংশ হিসেবেও এটি উপস্থিত থাকে। কার্বনিল মূলক যুক্ত যৌগকে অনেক সময় কার্বনিল যৌগও বলা হয়।[]

কার্বনিল যৌগ

যৌগ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলেট এস্টার অ্যামাইড
গঠন Aldehyde Ketone Carboxylic acid Ester Amide
সাধারণ সংকেত RCHO RCOR' RCOOH RCOOR' RCONR'R''

জৈব কার্বনিলের উদাহরণ হল ইউরিয়া ও কার্বামেট। অজৈব কার্বনিলের উদাহরণ কার্বন ডাই অক্সাইড ও কার্বনিল সালফাইড। কার্বনিলদের একটি বৈশিষ্ট্য পূর্ণ মূলক হল ডাইকার্বনিল, যা নানা রকম নতুন বৈশিষ্ট্য প্রদর্শন করে।

গঠন

একটি কার্বনিল যৌগ

জৈব যৌগের ক্ষেত্রে কার্বন ও অক্সিজেনের মধ্যবর্তী রাসায়নিক বন্ধন ১২০ পিকোমিটারের কাছাকাছি হয়ে থাকে।

অজৈব যৌগের যেমন কার্বন মনোক্সাইড এর ক্ষেত্রে এটি ১১৩ কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে এটি ১১৬ ও ফসজিনের ক্ষেত্রে ১১৬ পিকোমিটার হয়।[]

তথ্যসূত্র

  1. Saul Patai, সম্পাদক (১৯৬৬)। The Carbonyl Group। PATAI'S Chemistry of Functional Groups। 1। John Wiley & Sons। আইএসবিএন 9780470771051ডিওআই:10.1002/9780470771051 Jacob Zabicky, সম্পাদক (১৯৭০)। The Carbonyl Group। PATAI'S Chemistry of Functional Groups। 2। John Wiley & Sons। আইএসবিএন 9780470771228ডিওআই:10.1002/9780470771228 
  2. G. Berthier, J. Serre (১৯৬৬)। "General and Theoretical Aspects of the Carbonyl Goup"। Saul Patai। The Carbonyl Group। PATAI'S Chemistry of Functional Groups। 1। John Wiley & Sons। পৃষ্ঠা 1-77। আইএসবিএন 9780470771051ডিওআই:10.1002/9780470771051.ch1 

আরও পড়ুন