কিয়েল স্খেরপেন

কিয়েল স্খেরপেন
২০২২ সালে ব্রাইটনের হয়ে স্খেরপেন
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-01-23) ২৩ জানুয়ারি ২০০০ (বয়স ২৫)
জন্ম স্থান এমেন, নেদারল্যান্ডস
উচ্চতা ২.০৬ মিটার (৬ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রাইটন
জার্সি নম্বর ১৬
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫১, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কিয়েল স্খেরপেন (ওলন্দাজ: Kjell Scherpen; জন্ম: ২৩ জানুয়ারি ২০০০) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ব্রাইটনের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১৮ সালে, স্খেরপেন নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

কিয়েল স্খেরপেন ২০০০ সালের ২৩শে জানুয়ারি তারিখে নেদারল্যান্ডসের এমেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

স্খেরপেন নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে তিনি প্রীতি ম্যাচে চেক প্রজাতন্ত্র অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[][]

তথ্যসূত্র

  1. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3077314
  2. "Netherlands U21 Squad" [নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দল]। espn.com (ইংরেজি ভাষায়)। ইএসপিএন এফসি। ১ জুলাই ২০২৩। ১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩ 
  3. "Netherlands U21 - Detailed squad 2023" [নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ – বিস্তারিত দল ২০২৩]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ