কিরিবাস ফুটবল ফেডারেশন
ওএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৮০ |
সদর দপ্তর | দক্ষিণ তারাওয়া, কিরিবাস |
ফিফা অধিভুক্তি | নেই |
ওএফসি অধিভুক্তি | ২০০৭ (সহযোগী সদস্য)[১] |
সভাপতি | ইওতেবা রেদফার্ন |
সহ-সভাপতি | তিয়ান্তিন এনারি |
ওয়েবসাইট | kiribatifootball |
কিরিবাস ফুটবল ফেডারেশন (ইংরেজি: Kiribati Islands Football Federation; এছাড়াও পূর্বে কিরিবাস দ্বীপপুঞ্জ ফুটবল ফেডারেশন এবং সংক্ষেপে এপিএফ নামে পরিচিত) হচ্ছে কিরিবাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৭ বছর পর ২০০৭ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির অস্থায়ী সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কিরিবাসের দক্ষিণ তারাওয়াে অবস্থিত।
এই সংস্থাটি কিরিবাসের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কিরিবাস জাতীয় চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কিরিবাস ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইওতেবা রেদফার্ন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তেনেয়া আতেরা।
কর্মকর্তা
- ২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ইওতেবা রেদফার্ন |
সহ-সভাপতি | তিয়ান্তিন এনারি |
সাধারণ সম্পাদক | তেনেয়া আতেরা |
সহকারী সাধারণ সম্পাদক | কাওতিতাকে রাকোরোয়া |
কোষাধ্যক্ষ | নাভাহিন পাইন |
সহকারী কোষাধ্যক্ষ | আরেন তেবাও |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | জ্যাক কুয়েলি |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র
- ↑ "Activity Report for 2007"। Kiribati Islands Football Association। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "কর্মকর্তা"। kiribatifootball.com। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
টেমপ্লেট:কিরিবাসে ফুটবল টেমপ্লেট:কিরিবাস ফুটবল ফেডারেশন