কুকিকাটার হাঙর
কুকিকাটার হাঙর | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | কর্ডাটা (Chordata) |
শ্রেণি: | Chondrichthyes |
মহাবর্গ: | Selachimorpha |
বর্গ: | Squaliformes |
পরিবার: | Dalatiidae |
গণ: | Isistius (কোয়ে ও গেইমার্ড, ১৮২৪) |
প্রজাতি: | I. brasiliensis |
দ্বিপদী নাম | |
Isistius brasiliensis (কোয়ে ও গেইমার্ড, ১৮২৪) | |
কুকিকাটার শার্কের এলাকা | |
প্রতিশব্দ | |
Isistius labialis মেং, চু ও লি, ১৯৮৫ |
কুকিকাটার হাঙর (Isistius brasiliensis), যা চুরূট হাঙর নামেও পরিচিত, হল ড্যালাটিয়েডে পরিবারের ছোট ডগফিশ হাঙরের একটি প্রজাতি। এদের বিশ্বজুড়ে উষ্ণ, মহাসাগরীয় পানিতে পাওয়া যায়, বিশেষত দ্বীপের আশেপাশে ও ৩.৭ কিমি (২.৩ মা) গভীরে। সন্ধ্যা নামার পর এটি ৩ কিমি (১.৯ মা) উপরে উঠে আসে, সূর্যোদয়ের আগেই আবার চলে যায়। দৈর্ঘ্যে শুধুমাত্র ৪২–৫৬ সেমি (১৬.৫–২২ ইঞ্চি) হওয়া কুকিকাটার হাঙরের আছে লম্বা, নলাকার শরীর, ছোট ও বোতা শুণ্ড, বড় চোখ, হাড়বিহীন পৃষ্ঠীয় পাখনা ও বড় পুচ্ছ পাখনা। আলো-বিচ্ছুরণকারী ফোটোপরসহ এটি গাঢ় বাদামী রঙের। তবে গিল চেরা ও গলার কাছে কালচে "কলার" রয়েছে।
"কুকিকাটার হাঙর" নামটি এর খাদ্যাভ্যাস থেকে এসেছে। এ মাছ বিস্কুট কাটার যন্ত্রের মত বড় প্রাণীদের শরীর থেকে গোলাকার প্লাগ উপড়িয়ে খেয়ে নেয় বলে এর এ নাম। অনেকগুলো সামুদ্রিক প্রাণীও মাছের শরীরে, সাথে সাথে সাবমেরিন, সমুদ্রের নিচের ক্যাবল, এমনকি মানুষের শরীরেও। কুকিকাটার শার্কের কাটা দাগ পাওয়া যায়। এটি স্কুইডের মত ছোট শিকারও ধরেন।
তথ্যসূত্র
- ↑ {assessors} (2003). Isistius brasiliensis. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on January 26, 2010.