কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৫ আগস্ট ১৯৪৭ |
ধরন | ভারত সরকারের সর্বোচ্চ নির্বাহী কেন্দ্র |
যার এখতিয়ারভুক্ত | ভারতীয় প্রজাতন্ত্র |
সদর দপ্তর | নতুন দিল্লি |
সংস্থা নির্বাহী |
|
অধিভূক্ত সংস্থা |
|
ওয়েবসাইট | india |
ভারতের রাজনীতি |
---|
আইন ও কেন্দ্রীয় সরকার |
নির্বাচন ও রাজনৈতিক দল |
প্রশাসনিক বিভাগ ও যুক্তরাষ্ট্রবাদ |
ভারত প্রবেশদ্বার |
কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ[১] ভারত সরকারের প্রধান নির্বাহী কেন্দ্র, যা নির্বাহী বিভাগের গরিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র হিসাবে কাজ করে। ভারতের প্রধানমন্ত্রী ও প্রত্যেক নির্বাহী মন্ত্রকের প্রধান নিয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী সহ ২৯টি মন্ত্রী এর সদস্য। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সমষ্টিগতভাবে ভারতীয় সংসদের লোকসভার নিকট দায়বদ্ধ।
কেন্দ্রীয় ক্যাবিনেট ভারতের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্র এবং এটি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের এক উপসেট। ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রিগণ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের কার্যভার গ্রহণ করেছেন।[২]
নিয়মবিধি
সংবিধানের অনুচ্ছেদ ৭৫(১ক) অনুযায়ী, মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিগণের মোট সংখ্যা লোকসভার সর্বমোট সদস্যসংখ্যা ১৫ শতাংশের বেশি হবে না। মন্ত্রীকে সংসদের সদস্য হতে হবে। অনুচ্ছেদ ৭৫(৫) অনুযায়ী, কোনো মন্ত্রী ক্রমান্বয়ে ছয় মাস ধরে সংসদের উভয় কক্ষের যেকোনো একটির সদস্য না হলে তিনি ঐ কালের অবসানে আর মন্ত্রী থাকবেন না।
সংবিধানের অনুচ্ছেদ ৭৫(৩) অনুযায়ী, মন্ত্রিপরিষদ সমষ্টিগতভাবে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার নিকট দায়বদ্ধ। লোকসভায় কোনো মন্ত্রী দ্বারা পেশ করা কোনো আইন গৃহীত না হলে তার জন্য সমগ্র মন্ত্রিপরিষদ দায়বদ্ধ এবং কোনো নির্দিষ্ট মন্ত্রী দায়ী নন। লোকসভার প্রতি আস্থা হারালে নতুন সরকার গঠন করতে সমগ্র মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হবে।
পদমর্যাদা
কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে পাঁচ ধরনের মন্ত্রী রয়েছে, এবং নিচে তাঁদের পদমর্যাদা ক্রম অনুযায়ী সাজানো হয়েছে:
- প্রধানমন্ত্রী: কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রধান।
- উপপ্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেন।[৩]
- পূর্ণমন্ত্রী: কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্য, মন্ত্রকের প্রধান।
- প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব): নবাগত মন্ত্রী যিনি পূর্ণমন্ত্রীকে রিপোর্ট করেন না।
- প্রতিমন্ত্রী: উপমন্ত্রী যিনি পূর্ণমন্ত্রীকে রিপোর্ট করেন।
নিয়োগ
সংবিধানের অনুচ্ছেদ ৭৫(১) অনুযায়ী, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং অন্যান্য মন্ত্রিগণ প্রধানমন্ত্রী আদেশ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। প্রামাণ্য তথ্য অনুযায়ী, দ্বিতীয় সহস্রাব্দের শেষ থেকে শুরু করে কোনো সংসদ সদস্যের নির্বাচনী কর্মক্ষমতা মন্ত্রিত্ব লাভের সম্ভাবনাকে প্রভাবিত করে।[৪]
বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী
বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীর তালিকা নিম্নরূপ:[৫][৬][৭]
পূর্ণমন্ত্রী
কার্যভার | মন্ত্রী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | দল | টীকা | |
---|---|---|---|---|---|---|
প্রধানমন্ত্রী কর্মিবর্গ, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রী পারমাণবিক শক্তি বিভাগ মহাকাশ বিভাগ সমস্ত গুরুত্বপূর্ণ নীতি সমস্যা ও অন্যান্য কার্যভার যা অন্যান্য মন্ত্রীদের বণ্টন করা হয়নি | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
প্রতিরক্ষা মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগিতা মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | সবচেয়ে দীর্ঘমেয়াদি স্বরাষ্ট্রমন্ত্রী। | ||
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী জৈবসার ও রাসায়নিক মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
অর্থমন্ত্রী কর্পোরেট মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
বিদেশমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় সবচেয়ে দীর্ঘমেয়াদি বিদেশমন্ত্রী। | ||
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী বিদ্যুৎমন্ত্রী | মনোহর লাল খট্টর | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
ভারী শিল্প মন্ত্রী ইস্পাত মন্ত্রী | এইচ. ডি. কুমারস্বামী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | জেডি(এস) | ||
বাণিজ্য ও শিল্প মন্ত্রী | পীযূষ গোয়েল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
শিক্ষামন্ত্রী | ধর্মেন্দ্র প্রধান | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
পঞ্চায়েতি রাজ মন্ত্রী মৎস্য, পশুপালন ও ডেয়ারিং মন্ত্রী | লালন সিংহ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | জেডি(ইউ) | ||
ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পমন্ত্রী | জিতন রাম মাঁঝি | ১০ জুন ২০২৪ | পদে আসীন | হিন্দুস্তানি আওয়াম মোর্চা | ||
বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী | বীরেন্দ্র কুমার খাতিক | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী | রামমোহন নায়ডু কিঞ্জারাপু | ১০ জুন ২০২৪ | পদে আসীন | তেলুগু দেশম পার্টি | ||
ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবণ্টন মন্ত্রী নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী | প্রহ্লাদ জোশী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
জনজাতি মন্ত্রী | জুয়েল ওরাওঁ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
বস্ত্রমন্ত্রী | গিরিরাজ সিংহ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
রেলমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
যোগাযোগ মন্ত্রী উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী | জ্যোতিরাদিত্য সিন্ধিয়া | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী | ভূপেন্দ্র যাদব | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
সংস্কৃতি মন্ত্রী পর্যটন মন্ত্রী | গজেন্দ্র সিং শেখাওয়াত | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী | অন্নপূর্ণা দেবী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
সংসদ মন্ত্রী সংখ্যালঘু মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী যুবক ও ক্রীড়া মন্ত্রী | মানসুখ মাণ্ডবীয় | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
কয়লামন্ত্রী খনিমন্ত্রী | জি. কিষাণ রেড্ডি | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
খাদ্য প্রস্তুত শিল্প মন্ত্রী | চিরাগ পাসোয়ান | ১০ জুন ২০২৪ | পদে আসীন | এলজেপি(আরভি) | ||
জল শক্তি মন্ত্রী | সি. আর. পাটিল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি |
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
কার্যভার | মন্ত্রী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | দল | টীকা | |
---|---|---|---|---|---|---|
পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) পরিকল্পনা প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | রাও ইন্দ্রজিৎ সিংহ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
বিধি ও ন্যায় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | অর্জুন রাম মেঘওয়াল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | প্রতাপরাও গণপৎরাও যাদব | ১০ জুন ২০২৪ | পদে আসীন | শিবসেনা | ||
কর্মদক্ষতা ও উদ্যোগ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | জয়ন্ত চৌধুরী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | রাষ্ট্রীয় লোক দল |
প্রতিমন্ত্রী
কার্যভার | মন্ত্রী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | দল | টীকা | |
---|---|---|---|---|---|---|
সংস্কৃতি প্রতিমন্ত্রী | রাও ইন্দ্রজিৎ সিংহ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী কর্মিবর্গ, জনঅভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
সংসদ প্রতিমন্ত্রী | অর্জুন রাম মেঘওয়াল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
এল. মুরুগান | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী | প্রতাপরাও গণপৎরাও যাদব | ১০ জুন ২০২৪ | পদে আসীন | শিবসেনা | ||
অনুপ্রিয়া পটেল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | আপনা দল (সোনেলাল) | |||
শিক্ষা প্রতিমন্ত্রী | জয়ন্ত চৌধুরী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | রাষ্ট্রীয় লোক দল | ||
১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||||
বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী | জিতিন প্রসাদ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নতুন ও নবায়নযোগ্য শক্তি প্রতিমন্ত্রী | শ্রীপদ ইয়েসো নায়েক | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
সহযোগিতা প্রতিমন্ত্রী | কৃষ্ণ পাল গুর্জর | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
মুরলিধর মোহোল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী | মুরলিধর মোহোল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী | রামদাস অঠওয়ালে | ১০ জুন ২০২৪ | পদে আসীন | ভারতীয় প্রজাতান্ত্রিক দল (অঠওয়ালে) | ||
বি. এল. বর্মা | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী | রামনাথ ঠাকুর | ১০ জুন ২০২৪ | পদে আসীন | জেডি(ইউ) | ||
১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||||
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
বন্দি সঞ্জয় কুমার | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
জৈবসার ও রাসায়নিক মন্ত্রী | অনুপ্রিয়া পটেল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | আপনা দল (সোনেলাল) | ||
জল শক্তি প্রতিমন্ত্রী | ভি. সোমান্না | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
রাজ ভূষণ চৌধুরী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
রেল প্রতিমন্ত্রী | ভি. সোমান্না | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
রবনীত সিংহ বিট্টু | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী | চন্দ্রশেখর পেম্মাসানি | ১০ জুন ২০২৪ | পদে আসীন | তেলুগু দেশম পার্টি | ||
কমলেশ পাসোয়ান | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
যোগাযোগ প্রতিমন্ত্রী | চন্দ্রশেখর পেম্মাসানি | ১০ জুন ২০২৪ | পদে আসীন | তেলুগু দেশম পার্টি | ||
মৎস্য, পশুপালন ও ডেয়ারিং প্রতিমন্ত্রী | এস. পি. সিংহ বঘেল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
জর্জ কুরিয়েন | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী | এস. পি. সিংহ বঘেল | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | শোভা কারন্দলাজে | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী | কীর্তি বর্ধন সিংহ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
বিদেশ প্রতিমন্ত্রী | কীর্তি বর্ধন সিংহ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||||
ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবণ্টন প্রতিমন্ত্রী | বি. এল. বর্মা | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
নিমুবেন বাম্ভানিয়া | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী পর্যটন প্রতিমন্ত্রী | সুরেশ গোপী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী | এল. মুরুগান | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী | অজয় তামতা | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||||
কয়লা প্রতিমন্ত্রী খনি প্রতিমন্ত্রী | সতীশচন্দ্র দুবে | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী | সঞ্জয় শেঠ | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
খাদ্য প্রস্তুত শিল্প মন্ত্রী | রবনীত সিং বিট্টু | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
জনজাতি প্রতিমন্ত্রী | দুর্গাদাস উইকে | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
জনজাতি প্রতিমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী | সাবিত্রী ঠাকুর | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী | তোখান সাহু | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
ভারী শিল্প প্রতিমন্ত্রী ইস্পাত প্রতিমন্ত্রী | ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
কর্পোরেট প্রতিমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
সংখ্যালঘু প্রতিমন্ত্রী | জর্জ কুরিয়েন | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | ||
বস্ত্র প্রতিমন্ত্রী | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি |
তথ্যসূত্র
- ↑ ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৫৮
- ↑ ভারতের সংবিধানের ভাগ ১৮
- ↑ Rajendran, S. (১৩ জুলাই ২০১২)। "Of Deputy Chief Ministers and the Constitution"। দ্য হিন্দু। বেঙ্গালুরু। আইএসএসএন 0971-751X। ওসিএলসি 13119119। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ Ladwig III, Walter C. (২৩ ডিসেম্বর ২০১৯)। "Executive Particularism and Ministerial Selection in India"। Legislative Studies Quarterly। Department of Political Science at Washington University in St. Louis। 44 (4): 469–493। ডিওআই:10.1111/lsq.12261। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০।
- ↑ The Hindu (৯ জুন ২০২৪)। "Modi Cabinet 2024: List of Cabinet Ministers" (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৪।
- ↑ The Hindu (১০ জুন ২০২৪)। "Full list of ministers with portfolios in Modi 3.0 government: Who gets what" (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ "এনডিএ সরকারের তৃতীয় দফায় কে কোন মন্ত্রক সামলাবেন? মোদী নিজের হাতে কোন দায়িত্ব রাখলেন?"। আনন্দবাজার অনলাইন। ২০২৪-০৬-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০।
বহিঃসংযোগ
- উইকিমিডিয়া কমন্সে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সম্পর্কিত মিডিয়া দেখুন।
- ভারতের জাতীয় পোর্টালে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ