কোয়াকার পিস অ্যান্ড সোশ্যাল উইটনেস
কোয়াকার পিস অ্যান্ড সোশ্যাল উইটনেস (কিউপিএসডব্লিউ), যা আগে ফ্রেন্ডস সার্ভিস কাউন্সিল নামে পরিচিত এবং তারপর কোয়াকার পিস অ্যান্ড সার্ভিস নামে পরিচিত হয়, হলো ব্রিটেনের রিলিজিয়াস সোসাইটি অভ ফ্রেন্ডস-এর বার্ষিক সমাবেশের কেন্দ্রীয় সংস্থাগুলোর মধ্যে একটি - ব্রিটেনের কোয়াকারদের জাতীয় পরিষদ। এটি ব্রিটিশ কোয়াকারদের সাম্য, ন্যায়বিচার, শান্তি, সরলতা এবং সত্যের সাক্ষ্য প্রচারের জন্য কাজ করে থাকে। এটি ক্ষুদ্র স্থানীয়র পাশাপাশি বৃহৎ আন্তর্জাতিক চাপ-প্রয়োগকারী দল হিসাবে কাজ করে।
১৯৪৭ সালে তৎকালীন ফ্রেন্ডস সার্ভিস কাউন্সিল কোয়াকারদের পক্ষে আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
ইতিহাস
কিউপিএসডব্লিউ সংগঠনটির সূচনা হয় ফ্রেন্ডস ফরেন মিশন অ্যাসোসিয়েশন (১৮৬৮-১৯২৭) নামক প্রতিষ্ঠানের অধীনে মিশনারি কাজের মধ্যমে। মিশনারী কাজের অবসানান্তে মিশনগুলোর পরিসমাপ্তিতে মিশন অ্যাসোসিয়েশনটি কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল সার্ভিস (১৯১৯-১৯২৭) -এর সাথে একীভূত হয়ে ফ্রেন্ডস সার্ভিস কাউন্সিল (১৯২৭-১৯৭৮) গঠন করে। পরবর্তীতে এটির নামকরণ করা হয় কোয়াকার পিস অ্যান্ড সার্ভিস (১৯৭৯–২০০০), যা ২০০১ সাল থেকে কোয়াকার পিস অ্যান্ড সোশ্যাল উইটনেস নামে সেবা দিয়ে যাচ্ছে।
আরও দেখুন
- শান্তিতে নোবেল বিজয়ীদের তালিকা;
- নোবেল পুরস্কার বিজয়ী সংগঠনসমূহের তালিকা।
তথ্যসূত্র
- Nobelprize.org-এ কোয়াকার পিস অ্যান্ড সোশ্যাল উইটনেস (ইংরেজি)
বহিঃসংযোগ
- QPSW website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুন ২০২০ তারিখে
- Quaker United Nations Office
- Mundus – Archives of QPSW
টেমপ্লেট:শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ১৯২৬-১৯৫০