ক্যাম্পো দে ও'দোনেল

কাম্পো দে ও'দোনেল
পূর্ণ নামকাম্পো দে ও'দোনেল
অবস্থানমাদ্রিদ, স্পেন
ধারণক্ষমতা৫,০০০
চালু১৯১২
বন্ধ১৯২৩
ভাড়াটে
রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব (১৯১২–১৯২৩)

কাম্পো দে ও'দোনেল স্পেনের মাদ্রিদে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। এটি প্রাথমিকভাবে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতো। যা ১৯২৩ সালে কাম্পো দে সিউদাদ লিনিয়াল দ্বারা প্রতিস্থাপিত করা হয় এবং এটি বন্ধ করে দেওয়া হয়।স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ছিলো ৫,০০০।

তথ্যসূত্র

বহিঃসংযোগ