ক্লাব দেস্পোর্তিভো নাসিওনাল
পূর্ণ নাম | ক্লাব দেস্পোর্তিভো নাসিওনাল | ||
---|---|---|---|
ডাকনাম | আলভিনেগ্রোস (সাদা-কালো) নাসিওনালিস্তাস (জাতীয়তাবাদী) | ||
প্রতিষ্ঠিত | ৮ ডিসেম্বর ১৯১০ | ||
মাঠ | এস্তাদিও দা মাদেইরা[১] | ||
ধারণক্ষমতা | ৫,১৩২ | ||
সভাপতি | রুই আলভেস | ||
প্রধান কোচ | লুইস ফ্রেইরে | ||
লিগ | প্রিমেইরা লিগা | ||
২০১৯–২০ | ১ম (উত্তীর্ণ) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ক্লাব দেস্পোর্তিভো নাসিওনাল (ইংরেজি: C.D. Nacional; এছাড়াও সিডি নাসিওনাল, নাসিওনাল অথবা শুধুমাত্র নাসিওনাল দা মাদেইরা (পর্তুগিজ উচ্চারণ: [nɐsjuˈnal dɐ mɐˈðɐjɾɐ]) নামে পরিচিত) হচ্ছে মাদেইরা ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯১০ সালের ৮ই ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। নাসিওনাল তাদের সকল হোম ম্যাচ মাদেইরার এস্তাদিও দা মাদেইরায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,১৩২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুইস ফ্রেইরে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রুই আলভেস। পর্তুগিজ মধ্যমাঠের খেলোয়াড় রুবেন মিকায়েল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, নাসিওনাল এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি লিগাপ্রো শিরোপা রয়েছে।
অর্জন
- লিগাপ্রো
- চ্যাম্পিয়ন: ২০১৭–১৮, ২০১৯–২০ (শিরোপা প্রদান করা হয়নি)
- পর্তুগিজ দ্বিতীয় বিভাগ
- চ্যাম্পিয়ন: ১৯৯৯–২০০০
তথ্যসূত্র
- ↑ "Estádio da Madeira" (Portuguese ভাষায়)। zerozero। ২৬ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "নাসিওনাল: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (পর্তুগিজ)
টেমপ্লেট:ক্লাব দেস্পোর্তিভো নাসিওনাল টেমপ্লেট:প্রিমেইরা লিগা