খোয়াথল্যাংতুইপুই নদী

খোয়াথল্যাংতুইপুই নদী

খোয়াথল্যাংতুইপুই নদী যা কর্ণফুলি নামেও পরিচিত, ভারতের মিজোরাম রাজ্যের একটি নদী। মিজোরামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নদীটির উপর নির্ভরশীল।[] নদীটির উৎসমুখ মমিত জেলার শৈতা গ্রাম অবস্থিত। এটা বাংলাদেশের সীমান্ত বরাবর দক্ষিণে প্রবাহিত হয়ে[] তলাবুং এর কাছে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটির প্রধান শাখাগুলোর মধ্যে কাওরপুই নদী বা থেগা নদী, তুইচ্যাং নদী এবং ফেইরুয়াং নদী উল্লেখযোগ্য।

তথ্যসূত্র

  1. Pachuau, Rintluanga (১ জানুয়ারি ২০০৯)। Mizoram: A Study in Comprehensive Geography। Northern Book Centre। পৃষ্ঠা 40। আইএসবিএন 978-81-7211-264-6। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২ 
  2. Lalhriatpuii (২০১০)। Economic Participation of Women in Mizoram। Concept Publishing Company। পৃষ্ঠা 11। আইএসবিএন 978-81-8069-665-7। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১২