খ্রিস্টপূর্ব ২০-এর দশক

সহস্রাব্দ: ১ম সহস্রাব্দ
শতাব্দীর: খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী – ১ম শতাব্দী – ২য় শতাব্দী
দশক: খ্রিস্টপূর্ব ০-এর দশক ০-এর দশক ১০-এর দশক
২০-এর দশক৩০-এর দশক ৪০-এর দশক ৫০-এর দশক
বছর: ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
বিষয়শ্রেণী: জন্মমৃত্যু – স্থাপত্য
প্রতিষ্ঠিত

এটি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী খ্রিস্টপূর্ব ২০-এর দশক। এটি শুরু হয়েছে খ্রিস্টপূর্ব ১লা জানুয়ারি, ২০ থেকে এবং শেষ হয়েছে খ্রিস্টপূর্ব ৩১ ডিসেম্বর, ২৯ তারিখে।

ঘটনা

২০

২১

২২

২৩

২৪

২৫

==== স্থান অনুযায়ী ====

রোমান সাম্রাজ্য
  • সম্রাট টাইবেরিয়াস, টেএগেটাস্‌ পাহাড়ের পাদদেশে অবস্থিত অ্যাগার ডেন্টিলিয়ালস অঞ্চলটি নিয়ে মেসিনিয়া ও স্পার্টার মধ্যে বিরোধের মীমাংসা করেন এবং ভুমিটির মালিকানা মেসিনিয়াকে দিয়ে দেন ।
লিভিল্লা
  • লুসিয়াস এলিয়াস সেজানুস লিভিল্লাকে বিয়ে করার ব্যর্থ চেষ্টা করেন।
  • কোসাস কর্নেলিয়াস লেন্টুলাস এবং মার্কাস অ্যাসিনিয়াস আগ্রিপা রাষ্টদূত হন ।

চীন

  • আগস্ট ৫ - চীনে হান রাজবংশ পুনঃপ্রতিষ্ঠিত হয় । লিউ শিউ নিজেকে হানের গুয়াংওয়ু সম্রাট হিসেবে দাবী করেন ফলে জিয়ানওয়ু যুগের সূচনা হয় (খ্রিস্টীয় ৫৬ অবধি) ।
  • নভেম্বর ২৭ - লুওয়ং পূর্ব হান রাজবংশের বা হুয়ান এর রাজধানী হয় ।

বিষয় অনুযায়ী

কলা ও বিজ্ঞান
  • পম্পনিউস মেলা জলবায়ু অঞ্চল ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ দেন ।

২৬

==== স্থান হিসেবে ====

রোমান সাম্রাজ্য
  • তিবেরিয়ুস কাপ্রিতে অবসরগ্রহণ করেন।
  • পোন্তিয়ুস পিলাতে জুদেয়া প্রদেশের শাসনকর্তা নিযুক্ত।
  • লুসিয়াস এলিয়াস সেজানুসকে রোমান সাম্রাজ্যের সম্রাটের দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে এবং রোম শহরের দায়িত্ব দিয়ে, সম্রাট টিবেরিয়াস ক্যাপ্রি দ্বীপে অবসরে যান।
থ্রেসিয়ান যোদ্ধা
  • থ্রেসিয়ান আদিবাসীরাদের উদীয়মান এক বিদ্রোহ রোমানরা নিশ্চিহ্ন করে দেয়।[]

২৭

==== স্থান হিসেবে ====

রোমান সাম্রাজ্য
  • লুসিয়াস কাল্পার্নিয়াস পিসো এবং মার্কাস লিকিনিয়াস ক্রাসাস ফ্রুজি রোমান কনসোলার হন।[]
  • রোম আগুন লাগে।[]
অ্যামি্পথিয়েটার, কলোসিয়াম
  • ফিদেনেতে একটি নিম্নমানের তৈরী করা উন্মুক্ত গ্যালারি (অ্যামি্পথিয়েটার) ভেঙে পড়ে ও এতে ৫০,০০০ হাজার দর্শকের মধ্যে প্রায় ২০,০০০ দর্শক মৃত্যুবরণ করে।[]
  • লূকের সুমাচার-এ দেয়া তারিখগুলোর তালিকা এবং এর পরিসর বিবেচনা করলে এই বছরটিকে খ্রীষ্টান দীক্ষাগুরু জন-এর জর্ডানে ধর্মপ্রচারের শুরুর বছর হিসেবে চিহ্নিত কারা যায় । এটাও হতে পারে যে, এই বছরের শেষের দিকের কোন মাসে ক্রুশবিদ্ধ হবার আগে ও সাধু যোহন লিখিত সুসমাচারে বর্ণিত ইহুদিদের বসন্তকালীন তিনটি উৎসবের প্রথমটি পার হবার আগে দীক্ষাগুরু যোহন যীশুখ্রীষ্টকে বাপ্তিস্ম করেন।
  • আউগুস্তুসের সম্মানে রিমিনিতে একটি ধনুকার বিজয় স্তম্ভ নির্মাণ করা হয় ।

জেরুজালেমঃ যীশুখ্রীষ্ট ক্রুশবিদ্ধ (ইসলামী অভিমতনুসারে আকাশে ওঠিয়ে নেয়া হয়েছে) ।

বিষয় হিসেবে

২৮

২৯

==== স্থান অনুসারে ====

রোমান সাম্রাজ্য
  • রোমানরা সার্ডিকা (আধুনিক সোফিয়া) দখল করে এবং সেল্টিক আদিবাসীদের গোত্র সের্ডি’র নামে নামকরণ করা হয় ।
  • এগ্রিপ্পিনা দ্য এল্ডারকে পান্ডাতারিয়ার দ্বীপে নির্বাসিত করা হয় এবং ক্যালিগুলা ব্যতীত তার অন্য ছেলেদের লুসিয়াস এলিয়াস সেজানাস বন্দী করেন ।
  • সম্রাট ক্লাডিয়াসের অধীনে ব্রিটেনের আগ্রাসনের পরবর্তী নেতা আউলাস প্লাটিয়াস, লুসিয়াস ননিয়াস অ্যাসপ্রেনাসের পাশাপাশি খ্রীষ্টপূর্ব ২৯ এর জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য কনসাল ছিলেন ।

বিষয় অনুসারে

ধর্ম
লূকের সুসমাচার
  • লূকের সুসমাচার অনুসারে (লূক ৩: ১-২), জন দি ব্যাপটিস্ট এবং যিশুখ্রীষ্টের মন্ত্রীরা সম্ভবত এ বছর থেকেই কার্যক্রম শুরু করেছিলেন।[] যীশুখ্রীষ্ট, দীক্ষাগুরু জনকে খ্রিষ্ট ধর্মে দীক্ষিত করেন ।
  • রোমান ক্যাথলিক ঐতিহ্য অনুসারে ‍যিশুখ্রীষ্টের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।[]. ==>

তথ্যসূত্রের প্রাকদর্শন

  1. তাচিতুস, আন্নালেস ৪.৮৬-৮.৫১
  2. তাচিতুস, আন্নালেস ৪.৬২
  3. তাচিতুস, আন্নালেস ৪.৬৪
  4. তাচিতুস, আন্নালেস ৪.৬৩
  5. কলিন হামফ্রেস, দ্য মিস্ট্রি অব লাস্ট সাপার কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ২০১১ আইএসবিএন ৯৭৮-০-৫২১-৭৩২০০-০, পৃষ্ঠা ৬৫
  6. "ক্রোনোলজি অব লাইফ অব জেসাস ক্রাইষ্ট” । ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া।