গার্ডেনার অব ইডেন
গার্ডেনার অব ইডেন | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | কেভিন কনলি |
প্রযোজক | অ্যালেন বেইন লিওনার্দো ডিক্যাপ্রিও |
রচয়িতা | অ্যাডাম "টেক্স" ডেভিস |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | পল হাসলিঙ্গার |
চিত্রগ্রাহক | লিসা লিনৎজার |
সম্পাদক | পিট বোড্রো মাইকেল বেরেনবম |
প্রযোজনা কোম্পানি | অ্যাপিয়েন ওয়ে প্রডাকশন্স |
পরিবেশক | ভার্চুয়াল স্টুডিওজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ৮৮ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
গার্ডেনার অব ইডেন (ইংরেজি: Gardener of Eden) হল কেভিন কনলি পরিচালিত ২০০৭ সালের মার্কিন হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র। এটি কনলির পরিচালিত প্রথম চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন অ্যালেন বেইন ও লিওনার্দো ডিক্যাপ্রিও এবং রচনা করেছেন অ্যাডাম "টেক্স" ডেভিস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন লুকাস হাস, এরিকা ক্রিস্টেনসেন ও জোভান্নি রিবিসি।[১]
কুশীলব
- লুকাস হাস - অ্যাডাম হ্যারিস
- এরিকা ক্রিস্টেনসেন - মোনা হাক্সলি
- জোভান্নি রিবিসি - ভিক
- জন আব্রাহামস - ডন
- ড্যানি এ. অ্যাবেকাসার - অ্যামি
- জন অ্যারোচো - টিজে বাক
- গ্রেগ বেলো - লুক স্কট
- টিম হপার - বিল হাক্সলি
- লরেন বিটনার - লরা
- ডেভিড বোর্তুলুচ্চি - রিচার্ড "হ্যান্ডস" পোপ
মুক্তি
গার্ডেনার অব ইডেন চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০০৭ সালের ২৬শে এপ্রিল ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে।
প্রতিক্রিয়া
ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী প্রদর্শনীর পর দ্য হলিউড রিপোর্টার-এর এক পর্যালোচনায় বলে, "এর দৃঢ় সংকল্প বিস্ময় ও অন্ধকারাচ্ছন্নতা প্রশংসনীয়, কিন্তু সন্তোষজনক বা সংগতিপূর্ণ ভাব অর্জন করতে পারেনি।"[২]
তথ্যসূত্র
- ↑ স্যানি, ড্যানিয়েল (১৫ ডিসেম্বর ২০০৫)। "Three join 'The Gardener of Eden'"। ডিজিটাল স্পাই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
- ↑ শেক, ফ্র্যাংক (২৬ এপ্রিল ২০০৭)। "The Gardener of Eden"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
- অলমুভিতে গার্ডেনার অব ইডেন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে গার্ডেনার অব ইডেন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে গার্ডেনার অব ইডেন (ইংরেজি)