গিফোর্ড লেকচার্স

অ্যাডাম লর্ড গিফোর্ড (1820-1887)

গিফোর্ড লেকচার্স হলো একটি বার্ষিক ধারাবাহিক বক্তৃতা যা ১৮৮৭ সালে অ্যাডাম গিফোর্ড, লর্ড গিফোর্ডের উইলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর অর্থে এই সিরিজ বক্তৃতার উদ্দেশ্য হলো প্রাকৃতিক ধর্মতত্ত্বের প্রচার ও বিস্তার। অন্য কথায়, এর উদ্দেশ্য হলো 'ঈশ্বরের জ্ঞানের' বিকাশে সহায়তা প্রদান। গিফোর্ড বক্তৃতা প্রদানের আমন্ত্রণ স্কটল্যান্ডের একাডেমিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ এক সম্মান। স্কটল্যান্ডের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই বক্তৃতা প্রদান করা হয়। এগুলো হলো সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়, গ্লাসগো বিশ্ববিদ্যালয়, এবারডিন বিশ্ববিদ্যালয় এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়। লেকচারগুলো সাধারণত পুরো একাডেমিক বছরে একটি সিরিজ আকারে উপস্থাপন করা হয় এবং এর বিষয়বস্তু বই আকারে প্রকাশ করা হয়। প্রকাশিত এমন অনেক পুস্তক ধর্মতত্ত্ব, দর্শন এবং ধর্ম ও বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে ক্লাসিকের মর্যাদা পেয়েছে।

লেকচারের তালিকা

এবারডিন

  • ১৮৮৮-৯১ ই বি টেইলর দ্য নেচারাল হিস্ট্রি অব রিলিজিয়ন (ধর্মের প্রাকৃতিক ইতিহাস)
  • ১৮৯৬–৯৮ জেমস ওয়ার্ড নেচারালিজম এন্ড এগনস্টিসিজম (প্রকৃতিবাদ ও সংসয়বাদ)
  • ১৮৯৮–০০ জোসিয়াহ রয়েস দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য ইন্ডিভিজুয়াল (মহাবিশ্ব ও মানুষ)
  • ১৯০৪–০৬ জেমস এডাম দ্য রিলিজিয়াস টিচার্স অব গ্রিস (গ্রীসের ধর্মীয় শিক্ষক)
  • ১৯০৭–০৮ হান্স ড্রিশ দ্য সাইন্স এন্ড ফিলোসফি অব অর্গানিজম (জীবের বিজ্ঞান ও দর্শন)
  • ১৯১১–১৩ অ্যান্ড্রু শেঠ প্রিঙ্গল‑প্যাটিনসন দ্য আইডিয়া অব গড ইন দ্য লাইট অব রিসেন্ট ফিলোসফি (সাম্প্রতিক দর্শনের আলোকে ঈশ্বরের ধারণা)
  • ১৯১৪–১৫ উইলিয়াম রিচি সোরলে মোরাল ভেলুজ এন্ড দ্য আইডিয়া অব গড (নৈতিক মূল্যবোধ ও ঈশ্বরের ধারণা)
  • ১৯২৭–২৮ আলফ্রেড নর্থ হোয়াইটহেড প্রোসেস এন্ড রিয়ালিটি (প্রক্রিয়া ও বাস্তবতা)
  • ১৯৩০–৩২ এটিয়েন জিলসন দ্য স্পিরিট অব মিডিভাল ফিলোসফি (মধ্যযুগীয় দর্শনের মর্মকথা)
  • ১৯৩৬–৩৮ কার্ল বার্থ দ্য নলেজ অব গড এন্ড দ্য সার্ভিস অব গড একোরডিং টু দ্য টিচিং দ্য রিফরমেশন (খ্রিস্টীয় সংস্কার-শিক্ষা অনুসারে ঈশ্বরের জ্ঞান ও ঈশ্বরের সেবা)
  • ১৯৩৯–৪০ আর্থার ডার্বি নক হেলেনিস্টিক রিলিজিয়ন-দ্য টু ফেজেস (হেলেনীয় ধর্মঃ দুই অধ্যায়)
  • ১৯৪৯–৫০ গ্যাব্রিয়েল মার্সেল দ্য মিস্টিরি অব বিং (সত্তার রহস্য) আইএসবিএন ১-৮৯০৩১৮-৮৫-X, ফেইথ এন্ড রিয়ালিটি (বিশ্বাস ও বাস্তবতা) আইএসবিএন ১-৮৯০৩১৮-৮৬-৮
  • ১৯৫১–৫২ মাইকেল পোলানি পার্সোনাল নলেজঃ টুয়ার্ডস এ পোস্ট ক্রিটিক্যাল ফিলোসফি ('ব্যক্তিগত জ্ঞান: সমালোচনা-যুগ পরবর্তী দর্শনের প্রতি') আইএসবিএন ০-২২৬-৬৭২৮৮-৩
  • ১৯৫৩–৫৪ পল টলিক সিস্টেমেটিক থিওলজি ('পদ্ধতিগত ধর্মতত্ত্ব') (3 vols.): আইএসবিএন ০-২২৬-৮০৩৩৭-৬, আইএসবিএন ০-২২৬-৮০৩৩৮-৪, আইএসবিএন ০-২২৬-৮০৩৩৯-২
  • ১৯৬৩, ১৯৬৫ এলিস্টার হার্ডি দ্য লিভিং স্ট্রিম (জীবন্ত স্রোত), দ্য ডিভাইন ফ্লেইম (ঐশ্বরিক অগ্নিশিখা)।
  • ১৯৬৫–১৯৬৭ রেমন্ড আরোন লা কন্সান্স হিস্টোরিক ডান্স লা পেন্সি এট ডান্স লা’ একশন (চিন্তা ও কর্মে ঐতিহাসিক চেতনা)
  • ১৯৭৩ হান্নাহ আরেন্ড লাইফ অব দ্য মাইন্ড (মনের জীবন)
  • ১৯৮২–৮৪ রিচার্ড সুইনবার্ন দ্য ইভোলুশন অব দ্য সোল (আত্মার বিবর্তন) আইএসবিএন ০-১৯-৮২৩৬৯৮-০
  • ১৯৮৪–৮৫ ফ্রিম্যান ডাইসন ইনফাইনাইট ইন অল ডিরেকশনস (সর্বব্যাপী অসীমতা) আইএসবিএন ০-০৬-০৭২৮৮৯-২
  • ১৯৮৯–৯১ আয়ান বার্বার রিলিজিয়ন ইন এন এইজ অব সাইন্স (বিজ্ঞানের যুগে ধর্ম) আইএসবিএন ০-০৬-০৬০৩৮৩-৬
  • ১৯৯২–৯৩ জারোস্লাভ পেলিকান ক্রিস্টিয়ানিটি এন্ড ক্লাসিকাল কালচার: দ্য মেটামরফোসিস অব নেচারাল থিওলজি ইন দ্য ক্রিস্টিয়ান এনকাউন্টার উইথ হেলেনিজম (খ্রিস্টান ধর্ম ও ধ্রুপদী সংস্কৃতি: হেলেনবাদ ও প্রাকৃতিক ধর্মতত্ত্বের রূপান্তর) আইএসবিএন ০-৩০০-০৬২৫৫-৯
  • ১৯৯৪–৯৫ জন রজারসন ফেইথ এন্ড ক্রিটিসিজম ইন দ্য ওয়ার্কস অব উইলিয়াম রবার্টসন স্মিথ ('উইলিয়াম রবার্টসন স্মিথের কাজে বিশ্বাস ও সমালোচনা)
  • ১৯৯৪–৯৫ এ স্টুয়ার্ট নিউ লাইট এন্ড এনলাইটেনমেন্ট (নতুন দিশা ও আলোকায়ন)
  • ১৯৯৪–৯৫ পিটার জোনস সাইন্স এন্ড রিলিজিয়ন বিফোর এন্ড আফটার হিউম (হিউমের আগে ও পরে বিজ্ঞান ও ধর্ম)
  • ১৯৯৪–৯৫ জেমস বার্নস দ্য অর্ডার অব নেচার (প্রকৃতি-ব্যবস্থা)
  • ১৯৯৪–৯৫ আলেক্সান্ডার ব্রোডি দ্য শ্যাডো অব স্কটাস (স্কটাসের ছায়া)
  • ১৯৯৭–৯৮ রাসেল স্টানার্ড দ্য গড এক্সপেরিমেন্ট (ঈশ্বর-নিরীক্ষা)
  • ২০০০–০১ জন হাবগুড দ্য কন্সেপ্ট অব নেচার (প্রকৃতির ধারণা)
  • ২০০৩–০৪ জন হালডেন মাইন্ড, সৌল এন্ড ডেইটি (মন, আত্মা ও দেবতা)
  • ২০০৩ এলিনর স্টাম্প ওয়েন্ডারিং ইন দ্য ডার্কনেস (অন্ধকারে পায়চারি)
  • ২০০৭ স্টিফেন প্যাটিসন সিয়িং থিংসঃ ডিপেনিং রিলেশন্স উইথ ভিজুয়াল আর্টিফ্যাক্টস (পর্যবেক্ষণ: দৃশ্য-শিল্পকলার সাথে সম্পর্ক উন্নয়ন) আইএসবিএন ৯৭৮-০-৩৩৪-০৪১৪৯-৮
  • ২০০৯ এলিস্টার ম্যাকগ্রেথ এ ফাইন টিউনড ইউনিভার্সঃ দ্য কোয়েস্ট ফর গড ইন সাইন্স এন্ড থিওলজি (স্থির মহাবিশ্ব: বিজ্ঞান ও ধর্মতত্ত্বে ঈশ্বরের অনুসন্ধান) আইএসবিএন ৯৭৮-০-৬৬৪-২৩৩১০-৫
  • ২০১২ সারাহ কোকলে স্যাক্রিফাইস রিগেইন্ডঃ ইভোলুশন, কোওপারেশন এন্ড গড (পুনরায় আত্মত্যাগঃ বিবর্তন, সহযোগিতা এবং ঈশ্বর)
  • ২০১৪ ডেভিড লিভিংস্টোন ডিলিং উইথ ডারুইনঃ প্লেস, পলিটিক্স এন্ড রেটোরিক ইন রিলিজিয়াস এঙ্গেইজমেন্ট উইথ ইভোলুশন (ডারউইন: বিবর্তনের সাথে ধর্মীয় সম্পৃক্ততায় স্থান, রাজনীতি এবং বক্তব্য)
  • ২০১৮ টি রাইট হিস্ট্রি এন্ড এসক্যাটোলজিঃ জেসাস এন্ড দ্য প্রমিজ অব নেচারাল থিওলজি, (ইতিহাস ও পরলোকতত্ত্ব: যীশু এবং প্রাকৃতিক ধর্মতত্ত্বের প্রতিশ্রুতি)2019, আইএসবিএন ৯৭৮-১-৪৮১৩-০৯৬২-২

এডিনবরা

  • ১৮৯১ জর্জ গ্যাব্রিয়েল স্টোকস নেচারাল থিওলজি (প্রাকৃতিক ধর্মতত্ত্ব)
  • ১৮৯৬–৯৮ করনেলিস টিয়েল অন দ্য এলিমেন্টস অব দ্য সাইন্স অব রিলিজিয়ন (ধর্ম-বিজ্ঞানের উপাদান প্রসঙ্গে) আইএসবিএন ০-৪০৪-৬০৪৮০-৩
  • ১৯০০–০২ উইলিয়াম জেমস দ্য ভ্যারাইটিজ অফ রিলিজিয়াস এক্সপেরিয়েন্স (বিচিত্র ধরনের ধর্মীয় অভিজ্ঞতা প্রসঙ্গে) আইএসবিএন ০-৬৭৯-৬৪০১১-৮
  • ১৯০৯–১০ উইলিয়াম ওয়ার্ড ফাউলার দ্য রিলিজিয়াস এক্সপেরিয়েন্স অব দ্য রোমান পিপল (রোমান জনগণের ধর্মীয় অভিজ্ঞতা) আইএসবিএন ০-৮১৫৪-০৩৭২-০
  • ১৯১১–১২ বার্নার্ড বোসানকেট দ্য প্রিন্সিপল অব ইন্ডিভিজুয়ালিটি এন্ড ভেল্যু (ব্যক্তিত্ব ও মূল্যবোধের নীতি) আইএসবিএন ০-৫২৭-১০০৩৬-৬
  • ১৯১৩–১৪ অঁরি বের্গসন দ্য প্রবলেম অফ পারসোনালিটি (ব্যক্তিত্বের সমস্যা)
  • ১৯১৫–১৬ উইলিয়াম মিচেল রামসে এশিয়ানিক এলিমেন্টস ইন গ্রিক সিভিলাইজেশন (গ্রিক সভ্যতায় এশিয় উপাদান) আইএসবিএন ০-৮৯০০৫-১৭৩-৯
  • ১৯১৯–২১ জর্জ স্টাউট মাইন্ড এন্ড ম্যাটার (ভাব ও বস্তু)
  • ১৯২১–২৩ অ্যান্ড্রু শেঠ প্রিঙ্গল প্যাটিনসন স্টাডিজ ইন দ্য ফিলোসফি অব রিলিজিয়োন (ধর্মের দর্শনের উপর সমীক্ষা) আইএসবিএন ০-৪০৪-৬০৪৭৪-৯
  • ১৯২৩–২৫ জেমস জর্জ ফ্রেজার দ্য ওরশিপ অব নেচার (প্রকৃতি-পূজা) আইএসবিএন ১-৫৬৪৫৯-৫৩২-৩
  • ১৯২৬–২৭ আর্থার স্ট্যানলি এডিংটন দ্য নেচার অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড (ভৌত জগতের প্রকৃতি) আইএসবিএন ০-৪৭২-০৬০১৫-৫
  • ১৯২৭–২৮ আলফ্রেড নর্থ হোয়াইটহেড প্রোসেস এন্ড রিয়ালিটি: এন এসে ইন কসমোলজি (প্রক্রিয়া ও বাস্তবতাঃ মহাকাশতত্ত্ব বিষয়ে একটি নিবন্ধ) আইএসবিএন ০-০২-৯৩৪৫৭০-৭
  • ১৯২৮–২৯ জন ডুয়ি দ্য কোয়েস্ট ফর সারটেইনিটি: এ স্টাডি অফ দ্য রিলেশন অফ নলেজ এন্ড একশন (নিশ্চয়তার সন্ধানঃ জ্ঞান ও কর্মের সম্পর্ক বিষয়ে সমীক্ষা) আইএসবিএন ১-৪১৭৯-০৮৪৫-৯
  • ১৯৩৪–৩৫ আলবার্ট সোয়েটজার দ্য প্রব্লেম অব নেচারাল থিওলজি এন্ড নেচারাল এথিক্স ('প্রাকৃতিক ধর্মতত্ত্ব ও প্রাকৃতিক নীতিবিদ্যার সমস্যা')(অপ্রকাশিত)
  • ১৯৩৭–৩৮ চার্লস শেরিংটন ম্যান অন হিজ নেচার (মনুষ্য প্রকৃতি প্রসঙ্গে) আইএসবিএন ০-৫২১-০৬৪৩৬-৮
  • ১৯৩৮–৪০ রেইনহোল্ড নিবুহর দ্য নেচার এন্ড ডেসটিনি অব ম্যান: এ ক্রিস্টিয়ান ইন্টারপ্রিটেশন, ('মানুষের প্রকৃতি ও নিয়তি: একটি খ্রিস্টীয় ব্যাখ্যা) আইএসবিএন ০-৬৬৪-২৫৭০৯-৭
  • ১৯৪৭–৪৯ ক্রিস্টোফার ডসোন পার্ট ১:রিলিজিয়ন এন্ড কালচার (ধর্ম ও সংস্কৃতি) আইএসবিএন ০-৪০৪-৬০৪৯৮-৬
  • ১৯৪৯–৫০ নিলস বোর কসালিটি এন্ড কমপ্লিমেন্টারিটি (কার্যকারণ ও পরিপূরকতা) আইএসবিএন ১-৮৮১৯৮৭-১৪-০
  • ১৯৫০–৫২ চার্লস আর্ল র‍্যাভেন নেচারাল রিলিজিয়ন এন্ড ক্রিস্টিয়ান থিওলজি ('প্রাকৃতিক ধর্ম ও খ্রিস্টান ধর্মতত্ত্ব)
  • ১৯৫২–৫৩ আরনল্ড টয়েনবি এন হিস্টোরিয়ান’স এপ্রোচ টু রিলিজিয়ন, (ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে ধর্ম)আইএসবিএন ০-১৯-২১৫২৬০-২
  • ১৯৫৪–৫৫ রুডলফ বাল্টম্যান হিস্ট্রি এন্ড এসক্যাটোলজি: দ্য প্রেজেন্স অব এটারনিটি ('ইতিহাস ও পরলোকতত্ত্ব: অনন্তকালের উপস্থিতি) আইএসবিএন ০-৮৩৭১-৮১২৩-২
  • ১৯৬১–৬২ জন বেইলি দ্য সেন্স অব দু প্রেজেন্স অব গড (অনুভূতিতে ঈশ্বরের উপস্থিতি)
  • ১৯৭০-৭১ এরিক লিওনেল মাসকাল "দ্য ওপেননেস অব বিং", (সত্তার উন্মুক্ততা) আইএসবিএন ০-২৩২-৫১১৫৯-৪
  • ১৯৭৩–৭৪ ওয়েন চ্যাডউইক দু সেক্যুলারাইজেশন অব দু ইউরোপীয়ান মাইন্ড ইন দ্য নাইন্টিন্থ সেঞ্চুরি ('ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় মনস্তত্ত্বের লোকায়তকরণ) আইএসবিএন ০-৫২১-৩৯৮২৯-০
  • ১৯৭৪–৭৬ স্ট্যানলি জাকি দ্য রোড অব সাইন্স এন্ড ওয়েস অব গড (বিজ্ঞানের পথ এবং ঈশ্বরের পথ) আইএসবিএন ০-২২৬-৩৯১৪৫-০
  • ১৯৭৮–৭৯ স্যার জন এক্লেস দ হিউম্যান মিস্টিরি (মানব রহস্য) দ্য হিউম্যান সাইকি (মানব সত্ত্বা) আইএসবিএন ০-৩৮৭-০৯৯৫৪-৯
  • ১৯৭৯–৮০ নিনিয়ান স্মার্ট বিয়োন্ড আইডিয়োলজি: রিলিজিয়ন এন্ড দ্য ফিউচার নব ওয়েস্টার্ন সিভিলাইজেশন (মতাদর্শের বাইরে: ধর্ম ও পাশ্চাত্য সভ্যতার ভবিষ্যৎ) আইএসবিএন ০-০৬-০৬৭৪০২-৪
  • ১৯৮০–৮১ সাইয়্যেদ হোসেইন নাসর নলেজ এন্ড দ্য স্যাক্রেড, (জ্ঞান ও পবিত্রতা) আইএসবিএন ০-৭৯১৪-০১৭৭-৪
  • ১৯৮১–৮২ আইরিস মারডক মেটাফিজিক্স এজ এ গাইড টু মোরালস ('নৈতিকতার পথপ্রদর্শক হিসেবে অধিবিধ্যা) আইএসবিএন ০-১৪-০১৭২৩২-৭
  • ১৯৮৩–৮৪ ডেভিদ ডাইশে গড এন্ড দ্য পোয়েটস (ঈশ্বর ও কবি) আইএসবিএন ০-১৯-৮১২৮২৫-৮
  • ১৯৮৪–৮৫ জারগেন মোল্টম্যান গড ইন ক্রিয়েশনঃ এ নিউ থিওলজি অব ক্রিয়েশন এন্ড দ্য স্পিরিট অব গড (সৃষ্টিতে ঈশ্বর: সৃষ্টির একটি নতুন ধর্মতত্ত্ব এবং ঈশ্বরের আত্মা।) আইএসবিএন ০-৮০০৬-২৮২৩-৩
  • ১৯৮৫–৮৬ পল রিকার "ওয়ানসেলফ এজ এনাদার", (অন্য সত্তায় আমি) আইএসবিএন ০-২২৬-৭১৩২৯-৬
  • ১৯৮৬–৮৭ জন হিক এন ইন্টারপ্রিটেশন অব রিলিজিয়ন (ধর্মের একটি ব্যাখ্যা) (2nd ed.): আইএসবিএন ০-৩০০-১০৬৬৮-৮
  • ১৯৮৭–৮৮ অ্যালাসডেয়ার মাসিনতায়র থ্রি রাইভাল ভারসন্স অব মোরাল এনকোয়ারি: ('নৈতিক অনুসন্ধানের তিনটি প্রতিদ্বন্দ্বী অবস্থান) আইএসবিএন ০-৭১৫৬-২৩৩৭-০
  • ১৯৮৮–৮৯ রেইমন পানিকার ট্রিনিটি এন্ড থি’জম (ধর্মবিশ্বাস ও ত্রিত্ত্ববাদ)আইএসবিএন ৯৭৮-১-৫৭০৭৫-৮৫৫-৩
  • ১৯৮৯–৯০ মেরি ডগলাস ইন দ্য ওয়াইল্ডারনেস (বাঁধনহারা সত্তা) আইএসবিএন ১-৮৫০৭৫-৪৪৪-৬
  • ১৯৯১–৯২ অ্যানমেরি শিমেল ডিসাইফারিং দ্য সাইন অব গড: এ ফেনোমেনোলোজিক্যাল এপ্রোচ: (ঈশ্বরের নিদর্শনসমূহ অনুধাবন: অভিজ্ঞতালব্ধ দৃষ্টিভঙ্গিতে ইসলাম) আইএসবিএন ৯৭৮-০৭৯১৪১৯৮২৩
  • ১৯৯৩–৯৪ জন পোলখোর্ন সাইন্স এন্ড ক্রিস্টিয়ান বিলিফ: থিয়োলোজিক্যাল রিফ্লেকশন্স অব আ বোতোম আপ থিংকার (খ্রিস্টধর্ম ও বিজ্ঞান: একজন ঊর্ধ্বমুখী চিন্তাবিদের ধর্মতাত্ত্বিক প্রতিফলন) আইএসবিএন ০-২৮১-০৪৭১৪-৬
  • ১৯৯৫–৯৬ এ কোহেন ইফ ইউ আর এন ইগালিটারিয়ান, হাউ কাম ইউ আর সো রিচ? ('আপনি যদি একজন সমতাবাদী হন, তাহলে আপনি এত ধনী কীভাবে?)আইএসবিএন ০-৬৭৪-০০৬৯৩-৩
  • ১৯৯৬–৯৭ রিচার্ড সোরাবজি 'ইমোশন এন্ড পিস অব মাইন্ডঃ ফ্রম স্টোয়িক এজিটেশন টু ক্রিস্টিয়ান টেম্পটেশন (আবেগ এবং মনের শান্তি: নির্বিকার দ্বন্দ থেকে খ্রিস্টীয় প্রলোভন) আইএসবিএন ০-১৯-৮২৫০০৫-৩
  • ১৯৯৭–৯৮ তৃতীয় হোমস রলস্টোন জিনস, জেনেসিস, এন্ড গড, (মানব জিন, সৃষ্টিতত্ত্ব ও ঈশ্বর)আইএসবিএন ০-৫২১-৬৪৬৭৪-X
  • ১৯৯৮–৯৯ চার্লস টেইলর, এ সেক্যুলার এইজ (ইহলৌকিকতাবাদের কাল) আইএসবিএন ০-৬৭৪-০২৬৭৬-৪
  • ১৯৯৯–২০০০ ডেভিড ট্রেসি দিস সাইড অব গড (ঈশ্বরের এই দিক)
  • ২০০০–০১ অনোরা ও’নেল অটোনোমি এন্ড ট্রাস্ট ইন বায়োএথিক্স (জৈব-নীতিশাস্ত্রে আস্থা ও স্বায়ত্তশাসন)
  • ২০০১–০২ মোহাম্মাদ আরকুন ইনওগুরেটিং এ ক্রিটিক অব ইসলামিক রিজন ('ইসলামী যুক্তিঃ সমালোচনার সুত্রপাত)
  • ২০০২–০৩ মাইকেল ইগনাতিয়েফ দ্য লেসার ইভলঃ পলিটিক্যাল এথিক্স ইন এন এইজ অব টেরোর (খুদে শয়তান: সন্ত্রাসের যুগে রাজনৈতিক নৈতিকতা) আইএসবিএন ০-৬৯১-১১৭৫১-৯
  • ২০০৩–০৪ জে ওয়েন্টজেল ভ্যান হিউসটিন এলোন ইন দ্য ওয়ার্ল্ড?হিউম্যান ইউনিকনেস ইন সাইন্স এন্ড থিওলজি (পৃথিবীতে একা? বিজ্ঞান ও ধর্মতত্ত্বে মানবিক অনন্যতা) আইএসবিএন ০-৮০২৮-৩২৪৬-৬
  • ২০০৪–০৫ Dame মার্গারেট এনস্টি, স্টিফেন টুলমিন, ও নোম চমস্কি, এডওয়ার্ড সাইদ এর উপর প্রদত্ত ধারাবাহিক বক্তৃতা
  • ২০০৫–০৬ জিন বেথকে ইলস্টেন সভরেন গড, সভরেন স্টেট, সভরেন সেলফ (সার্বভৌম ঈশ্বর, সার্বভৌম রাষ্ট্র, সার্বভৌম আত্মা')
  • ২০০৬–০৭ সাইমন কনওয়ে মরিস ডারউইন’স কম্পাস: হাউ ইভোলুশন ডিসকাভারস দ্য সং অব ক্রিয়েশন ('ডারউইনের কম্পাস: বিবর্তন যেভাবে সৃষ্টির গান গায়) এবং জোনাথন রিলে স্মিথ দ্য ক্রুসেডস এন্ড ক্রিস্টিয়ানিটি (ক্রুসেড ও খ্রিস্টান ধর্ম)
  • ২০০৭–০৮ আলেকজান্ডার নেহামাস বিকজ ইট ওয়াজ হি, বিকজ ইট ওয়াজ আই: ফ্রেন্ডশিপ এন্ড প্লেস ইন লাইফ (বন্ধুত্ব ও জীবন)
  • ২০০৮ রবার্ট ভাচ, হিপ্রোক্র্যাটিক, রিলিজিয়াস এন্ড সেক্যুলার মেডিক্যাল এথিক্স: দ্য পয়েন্ট অব কনফ্লিক্ট (চিকিৎসাশাস্ত্রে নৈতিকতার দ্বন্দ্বঃ হিপ্রোক্র্যাটীয়, ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ পাঠ)
  • ২০০৮–০৯ ডায়ানা এক দ্য এইজ অব প্লুরালিজম (বহুত্ত্ববাদের কাল)
  • ২০০৯–১০ মাইকেল এস গাজানাইগা মেন্টাল লাইফ (মানসিক জীবন)
  • ২০০৯–১০ টেরি ইগলটন দ্য গড ডিবেট (ঈশ্বর বিতর্ক)
  • ২০১০–১১ পিটার হ্যারিসন দ্য টেরিটোরিজ অব সাইন্স এন্ড রিলিজিওন (বিজ্ঞান ও ধর্মের অধিক্ষেত্র) আইএসবিএন ৯৭৮-০২২৬১৮৪৪৮৭
  • ২০১০–১১ গর্ডন ব্রাউন দ্য ফিউচার অব জবস এন্ড জাসটিস (চাকরি ও ন্যায়বিচারের ভবিষ্যৎ)
  • ২০১১–১২ স্টুয়ার্ট সাদারল্যান্ড ডেভিড হিউম এন্ড সিভিল সোসাইটি (ডেভিড হিউম ও নাগরিক সমাজ)
  • ২০১১–১২ ডায়ারমেড নিনিয়ান জন ম্যাকক্লোচ সাইলেন্স ইন দ্য ক্রিস্টিয়ান হিস্টোরি: দ্য উইটনেস অব হোমসে’স ডগ (খ্রিস্টধর্মের ইতিহাসে নীরবতা: হোমসের কুকুরের সাক্ষ)
  • ২০১২–১৩ ব্রুনো লাতুর ওয়ান্স আউট অব নেচার-নেচারাল রিলিজিওন এজ আ প্লিওনাজম (প্রকৃতির দানঃ শব্দবাহুল্য হিসেবে প্রাকৃতিক ধর্ম)
  • ২০১২–১৩ স্টিভেন পিংকার দ্য বেটার এনজেলস অফ আওয়ার নেচার: এ হিস্ট্রি অফ ভায়োলেন্স এন্ড হিউম্যানিটি (প্রকৃতিপ্রেম: সংঘাত ও মানবতার ইতিহাস)[]
  • ২০১৩–১৪ অনোরা ও’নেল ফ্রম টলারেশন টু ফ্রিডম অব এক্সপ্রেশন (সহিষ্ণুতা ও মত প্রকাশের স্বাধীনতা)
  • ২০১৩–১৪ রোয়ান উইলিয়ামস মেকিং রিপ্রেজেন্টেশনসঃ রিলিজিয়াস ফেইথ এন্ড দ্য হ্যাবিটস অব ল্যাঙ্গুয়েজ (প্রতিনিধিত্ব করা: ধর্মীয় বিশ্বাস এবং ভাষার অনুশীলন)
  • ২০১৩–১৪ বিচারপতি ক্যাথেরিন ও’রিগান হোয়াট ইজ সিজার’স? এডজুডিকেটিং ফেইথ ইন মডার্ন কন্সটিটিউশনাল ডেমোক্র্যাসিজ ('সিজারের সাম্রাজ্যঃ আধুনিক সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস পুনর্মূল্যায়ন)
  • ২০১৪–১৫ অধ্যাপক জেরেমি ওয়ালড্রোন ওয়ান এনাদার’স ইকুয়ালসঃ দ্য বেসিস অব হিউম্যান ইকুয়ালিটি (মানব সমাজে সমতার ভিত্তি)
  • ২০১৪–১৫ অধ্যাপক হেলগা নওটনি বিয়োন্ড ইনোভেশন। টেমপোরালিটিজ। রি-ইউজ। এমারজেন্স (উদ্ভাবনী ক্ষমতার অতিক্রম। ক্ষণস্থায়ীত্ব। পুনঃব্যবহার। উত্থান)
  • ২০১৫–১৬ ক্যাথেরিন ট্যানার
  • ২০১৬–১৭ রিচার্ড ইংলিশ ন্যাশনালিজম, টেরোরিজম এন্ড রিলিজিয়ন (জাতীয়তাবাদ, সন্ত্রাসবাদ ও ধর্ম)
  • ২০১৬–১৭ জেফ্রে স্টাউট রিলিজিয়ন আনবাউন্ডঃ আইডিয়ালস এন্ড পাওয়ারস ফ্রম সিসেরো টু কিং (ধর্ম, আদর্শ ও ক্ষমতাঃ সিসেরো থেকে রাজা পর্যন্ত)
  • ২০১৭–১৮ অগাস্টিন ফুয়েন্তেস হোয়াই উই বিলিভঃ ইভোলুশন, মেকিং মিনিং, এন্ড দ্য ডেভেলপমেন্ট অভ হিউম্যান নেচার (কেন আমরা বিশ্বাস করি: বিবর্তন, সংজ্ঞার্থ তৈরি ও মানব প্রকৃতির বিকাশ)
  • ২০১৭–১৮ অধ্যাপক এলেন হাওয়ার্ড একলুন্ড সাইন্স এন্ড রিলিজিয়ন ইন গ্লোবাল পাবলিক লাইফ (বৈশ্বিক জনজীবনে বিজ্ঞান ও ধর্ম)
  • ২০১৮–১৯ অধ্যাপক মেরি বিয়ার্ড দ্য এনশেন্ট ওয়ার্ল্ড এন্ড আসঃ ফ্রম ফিয়ার এন্ড লোদিং টু এনলাইটেনমেন্ট এন্ড এথিক্স (প্রাচীন বিশ্ব এবং আমরা: ভয় এবং ঘৃণা থেকে জ্ঞান ও নৈতিকতা)
  • ২০১৯–২০ মাইকেল ওয়েকার ইন গড’স ইমেজঃ এনথ্রোপোলোজি (নৃতত্ত্বঃ 'ঈশ্বরের প্রতিচ্ছবি)

গ্লাসগো

  • ১৮৮৮–৯২ মাক্স মুলার ১৮৮৮: নেচারাল রিলিজিয়ন (প্রাকৃতিক ধর্ম); ১৮৯০: ফিজিক্যাল রিলিজিওন; (শারীরিক ধর্ম) ১৮৯১: এনথ্রোপোলোজিক্যাল রিলিজিয়ন (নৃতাত্ত্বিক ধর্ম)1892: থিওসোফি অর সাইকোলোজিক্যাল রিলিজিওন (ধর্মতত্ত্ব বা মনস্তাত্ত্বিক ধর্ম')
  • ১৮৯২–৯৬ জন কেয়ার্ড দ্য ফান্ডামেন্টাল আইডিয়ালস অব ক্রিস্টিয়ানিটি (খ্রীষ্টধর্মের মৌলিক ধারণা'
  • ১৮৯৬–৯৮ আলেকজান্ডার বালমাইন ব্রুস দ্য মোরাল অর্ডার অব দ্য ওয়ার্ল্ড (বিশ্বের নৈতিক শৃঙ্খলা)
  • ১৯১০-১২ জন ওয়াটসন দ্য ইন্টারপ্রিটেশন অব রিলিজিয়াস এক্সপেরিয়েন্স (ধর্মীয় অভিজ্ঞতার ব্যাখ্যা)
  • ১৯১৪ আর্থা‌র বেলফোর থি’জম এন্ড হিউম্যানিজম (ঈশ্বরবাদ ও মানবতাবাদ) আইএসবিএন ১-৫৮৭৪২-০০৫-৮
  • ১৯১৬–১৮ স্যামুয়েল আলেক্সানডার স্পেস, টাইম এন্ড ডেইটি (স্থান, সময়, এবং দেবতা) আইএসবিএন ০-৭৬৬১-৮৭০২-০
  • ১৯২২ আর্থা‌র বেলফোর ''থি’জম এন্ড থট (ঈশ্বরবাদ ও চিন্তা)
  • ১৯২৭–২৮ এস হালডেন দ্য সাইন্সেস এন্ড ফিলোসফি (বিজ্ঞান ও দর্শন) আইএসবিএন ০-৪০৪-৬০৪৭৯-X
  • ১৯৩২–৩৪ উইলিয়াম টেম্পল নেচার, ম্যান এন্ড গড (প্রকৃতি, মানুষ ও ঈশ্বর)
  • ১৯৫২–৫৪ জন ম্যাকমুরে দ্য ফর্ম অব দ্য পার্সোনাল (ব্যক্তিত্ত্বের অবয়ব)
  • ১৯৫৯ কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার দ্য রেলিভ্যান্স অফ সায়েন্স (বিজ্ঞানের প্রাসঙ্গিকতা)
  • ১৯৬৫ হারবার্ট বাটারফিল্ড হিস্টোরিক্যাল রাইটিং এন্ড ক্রিস্টিয়ান বিলিফস (ঐতিহাসিক লেখনি ও খ্রিস্টধর্মের বিশ্বাস)[]
  • ১৯৭০ রিচার্ড উইলিয়াম সাউদার্ন দ্য রাইজ এন্ড ফল অব দ্য মিডিভাল সিস্টেম অব রিলিজিয়াস থট ('মধ্যযুগীয় ধর্মীয় চিন্তাধারার উত্থান ও পতন')
  • ১৯৭৪-৭৬ বেসিল জর্জ মিচেল মোরালিটিঃ রিলিজিয়াস এন্ড সেক্যুলার (ধর্মীয় ও সেক্যুলার নৈতিকতা)
  • ১৯৮৫ কার্ল সেগান দ্য সার্চ ফর হু উই আর, দ্য ভ্যারাইটিজ অফ সাইন্টিফিক এক্সপেরিয়েন্স: এ পার্সোনাল ভিউ অফ দ্য সার্চ ফর গড নামে প্রকাশিত, আইএসবিএন ১-৫৯৪২০-১০৭-২
  • ১৯৮৬ ডোনাল্ড ম্যাকক্রিমন ম্যাকে বিহাইন্ড দ্য আই (অক্ষির অগোচরে)[]
  • ১৯৮৮ ডন কাপিট নেচার এন্ড কালচার (প্রকৃতি ও সংস্কৃতি)
  • ১৯৮৮ রিচার্ড ডকিন্স ওয়ার্ল্ডস ইন মাইক্রোকোসোম (ক্ষুদ্রতায় বিশ্বজগৎ)
  • ১৯৯২ মেরি ওয়ারনক ইমেজিনেশন এন্ড টাইম (কল্পনা ও সময়) আইএসবিএন ০-৬৩১-১৯০১৯-৮
  • ১৯৯৩–৯৪ কেইথ ওয়ার্ড রিলিজিয়োন এন্ড রেভেলেশন (প্রত্যাদেশ ও ধর্ম) আইএসবিএন ৯৭৮-০-১৯-৮২৬৩৭৫-৩
  • ১৯৯৫–৯৬ জিওফ্রে ক্যান্টর ও জন হ্যাডলি ব্রুক রিকন্সট্রাকটিং নেচার (প্রকৃতির পুনর্গঠন)
  • ১৯৯৭–৯৮ যে বেরি গডস, জিনস, গ্রীনস এন্ড এভরিথিং (দেবতা, মানব-জিন, সবুজ এবং সবকিছু)
  • ১৯৯৯–০০ রাল্ফ ম্যাকিনার্নি ক্যারাকটারস ইন সার্চ অব দেয়ার অথার (স্রষ্টার সন্ধান)
  • ২০০১ জর্জ লাকোফ, লিন বেকার, মাইকেল রুজ ও ফিলিপ জনসন লেয়ার্ড দ্য নেচার এন্ড লিমিটস অব হিউম্যান আন্ডারস্ট্যানডিং (মনুষ্য উপলব্ধির প্রকৃতি ও সীমা)
  • ২০০৩–০৪ সাইমন ব্ল্যাকবার্ন রিজন’স এমপায়ার (যুক্তির সাম্রাজ্য)
  • ২০০৫ জন এডমন্ড হরে দাউ শ্যাল লাভ দাই নেইবার এজ দাইসেলফ (তুমি তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতো ভালবাসবে)
  • ২০০৭–০৮ ডেভিড আলেকজান্ডার সিম ফার্গুসন ফেইথ এন্ড ইটস ক্রিটিকস: এ কনভারসেশন (বিশ্বাস ও এর সমালোচক: একটি কথোপকথন) আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৫৬৯৩৮-০
  • ২০০৮–০৯ চার্লস টেইলর দ্য নেসেসিটি অফ সেকুলারিস্ট রেজিমস (ইহলৌকিকতাবাদের প্রয়োজনীয়তা) [মে ২০০৯]
  • ২০০৯–১০ জিয়ানি ভাতিমো দ্য এন্ড অব রিয়ালিটি (বাস্তবতার সমাপ্তি)
  • ২০১২ ভি এস রামচন্দ্রন বডি এন্ড মাইন্ড: ইনসাইটস ফ্রম নিউরোসায়েন্স (শরীর এবং মন: স্নায়ুবিজ্ঞান থেকে অন্তর্দৃষ্টি)
  • ২০১৪ জিন-লুক মারিয়োঁ গিভেননেস এন্ড রেভেলেশন (প্রাপ্তি ও প্রত্যাদেশ)
  • ২০১৫ পেরি লিউকেল ইন্টাররিলিজিয়াস থিওলজিঃ দ্য ফিউচার শেইপ অব থিওলজি ('আন্তঃধর্মীয় ধর্মতত্ত্ব: ধর্মতত্ত্বের ভবিষ্যৎ)
  • ২০১৬ শন ক্যারল দ্য বিগ পিকচার: অন দ্য ওরিজিন অফ লাইফ, মিনিং এন্ড দ্য ইউনিভার্স ইটসেল্ফ' (বড় ছবি: জীবনের উৎপত্তি এবং মহাবিশ্ব প্রসঙ্গে)
  • ২০১৮ জুডিথ বাটলার মাই লাইফ, ইয়োর লাইফঃ ইকুয়ালিটি এন্ড দ্য ফিলোসফি অব নন ভায়োলেন্স (আমার জীবন, আপনার জীবন: সমতা এবং অহিংসার দর্শন)

সেন্ট অ্যান্ড্রুজ

  • ১৯০২–০৪ রিচার্ড হালডেন দ্য পাথওয়ে টু রিয়ালিটি (বাস্তবতার পথ) আইএসবিএন ০-৪০৪-৬০৪৫৯-৫
  • ১৯১৭–১৮ উইলিয়াম র‌্যাল্ফ ইনজে দ্য ফিলোসফি অব প্লটিনাস (প্লটিনাসের দর্শন) আইএসবিএন ১-৫৯২৪৪-২৮৪-৬
  • ১৯১৯–২০ লুইস রিচার্ড ফারনেল গ্রীক হিরো কাল্টস এন্ড আইডিয়াস অব ইমমোরালিটি (গ্রীক বীরত্ত্ব গাঁথা এবং অমরত্বের ধারণা)
  • ১৯২১–২২ লয়েড মরগ্যান এমারজেন্ট ইভোলুশন (আকস্মিক বিবর্তন) আইএসবিএন ০-৪০৪-৬০৪৬৮-৪
  • ১৯২৬-২৮ আলফ্রেড এডওয়ার্ড টেইলর "দ্য ফেইথ অব এ মোরালিস্ট, দ্য থিওলজিক্যাল ইমপ্লিকেশন্স অব মোরালিটি; নেচারাল থিওলজি এন্ড দ্য পজিটিভ রিলিজিওনস" (একজন নৈতিকতাবাদীর বিশ্বাস, নৈতিকতার ধর্মতাত্ত্বিক প্রভাব; প্রাকৃতিক ধর্মতত্ত্ব এবং ইতিবাচক ধর্ম)
  • ১৯২৯-৩০ চার্লস গোর দ্য ফিলোসফি অব গুড লাইফ (সুজীবনের দর্শন)(1930)
  • ১৯৩৬–৩৭ ওয়েরনার জিগার দ্য থিওলজি অব দ্য আরলি গ্রীক ফিলোসফারস (প্রাচীন গ্রিক দার্শনিকদের ধর্মতত্ত্ব) (1936)
  • ১৯৫৩-৫৫ সি এ ক্যাম্পবেল অন সেলফহুড এন্ড গডহুড (আত্মা ও ঈশ্বর প্রসঙ্গে)
  • ১৯৫৫–৫৬ ভের্নার কার্ল হাইজেনবের্গ ফিজিক্স এন্ড ফিলোসফি: দ্য রেভুলুশন ইন মডার্ন সাইন্স, (পদার্থবিজ্ঞান ও দর্শনঃ আধুনিক বৈজ্ঞানিক বিপ্লব), আইএসবিএন ১-৫৭৩৯২-৬৯৪-৯
  • ১৯৫৯–৬০ জর্জ হেনরিক ভন রাইট নর্ম এন্ড একশন (আদর্শ এবং ক্রিয়া)
  • ১৯৬২–৬৪ হেনরী চারউইক অথরিটি ইন আরলি চার্চ (প্রথম যুগে চার্চের কর্তৃত্ব)
  • ১৯৬৪–৬৬ জন ফিন্ডলে দ্য ডিসিপ্লিন অব দ্য কেইভ (গুহার শৃঙ্খলা) আইএসবিএন ৯৭৮-০-০৪-১১১০০২-৯
  • ১৯৭২–৭৩ আলফ্রেড আয়ার দ্য সেন্ট্রাল কোশ্চেন অব ফিলোসফি (দর্শনের মৌলিক প্রশ্ন) আইএসবিএন ০-০৩-০১৩১১৬-২
  • ১৯৭৫–৭৭ রেইজার হুয়াকাস ফ্যাক্ট, ফেইথ এন্ড ফিকশন ইন দ্য ডেভেলপমেন্ট অব সাইন্স (বিজ্ঞানের বিকাশে বাস্তবতা, বিশ্বাস ও কল্পকাহিনী)
  • ১৯৭৭–৭৮ ডেভিদ স্টাফোরড ক্লার্ক মিথ, ম্যাজিক এন্ড ডিনায়াল (রহস্য, জাদু এবং অস্বীকার)
  • ১৯৭৯-৮০ ফ্রেডরিক কপলেস্টন ‘রিলিজিওন এন্ড দ্য ওয়ানঃ ফিলোসোফিস ইস্ট এন্ড ওয়েস্ট’ (মহাসত্ত্বা ও ধর্ম: প্রাচ্য ও পাশ্চাত্য দর্শন)
  • ১৯৮০–৮১ গ্রেগরি ভ্লাস্টোস সক্রেটিসঃ আয়রোনিস্ট এন্ড মোরাল ফিলোসোফার (সক্রেটিস: রাজনীতিবাদী ও নৈতিক দার্শনিক)
  • ১৯৮২–৮৩ ডোনাল্ড জিওফ্রে চার্লটন নিউ ইমেজেস অব দ্য নেচারাল (প্রকৃতির নতুন ছবি
  • ১৯৮৩–৮৪ জন ম্যাকুয়ারি ইন সার্চ অব ডেইটি (ঈশ্বরের সন্ধানে)
  • ১৯৮৪–৮৫ অ্যাডলফ গ্রানবাউম সাইকোএনালিটিক থিওরি এন্ড সাইন্স (মনস্তাত্ত্বিক তত্ত্ব ও বিজ্ঞান)
  • ১৯৮৬–৮৭ এন্টনি ফ্লু দ্য লজিক অব মোরটালিটি (মৃত্যুর যুক্তি)
  • ১৯৮৮–৮৯ ওয়াল্টার বার্কার্ট ট্র্যাকস অব বায়োলজি এন্ড দ্য ক্রিয়েশন অব সেন্স ('জীববিজ্ঞানের আবিষ্কার এবং ইন্দ্রিয় সৃষ্টি)
  • ১৯৯০–৯১ হিলারি পুতনাম রিনিউইং ফিলোসফি (দর্শনের পুনঃনবায়ন)
  • ১৯৯২–৯৩ রজার পেনরোজ দ্য কোশ্চেন অফ ফিজিক্যাল রিয়ালিটি (ভৌত-বাস্তবতার প্রশ্ন)
  • ১৯৯২–৯৩ আর্থার পিকক নেচার, গড এন্ড হিউম্যানিটি (প্রকৃতি, ঈশ্বর ও মানবতা)
  • ১৯৯৫ নিকোলাস ওল্টারস্টোর্ফ টমাস রেইড এন্ড দ্য স্টোরি অব এপিস্টেমোলোজি (টমাস রেইড ও জ্ঞানতত্ত্বের গল্প)
  • ১৯৯৬–৯৭ মাইকেল ডামেট থট এন্ড রিয়ালিটি (চিন্তা ও বাস্তবতা)
  • ১৯৯৯ রবার্ট এডামস গড এন্ড বিং (ঈশ্বর ও সত্তা)
  • ১৯৯৯ মেরিলিন ম্যাকোরড এডামস দ্য কোহেরেন্স অব ক্রাইস্টোলোজি (ঈশ্বরতত্ত্বের সঙ্গতি)
  • ২০০১–০২ স্ট্যানলি মার্টিন হাওয়ারওয়াস উইথ দ্য গ্রেইন অব দ্য ইউনিভার্সঃ দ্য চার্চেস উইটনেস এন্ড নেচারাল থিওলজি (মহাবিশ্বের ধুলিকণা: চার্চের সাক্ষী এবং প্রাকৃতিক ধর্মতত্ত্ব) আইএসবিএন ১-৫৮৭৪৩-০১৬-৯
  • ২০০২–০৩ পিটার ভ্যান ইনওয়াগেন দ্য প্রবলেম অভ ইভল, '(শয়তানের সমস্যা) আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৫৪৩৯৭-৭
  • ২০০৪–০৫ আলভিন প্লাতিঙ্গা সাইন্স এন্ড রিলিজিয়োনঃ কনফ্লিক্ট অর কনকর্ড ('বিজ্ঞান ও ধর্ম: দ্বন্দ্ব না সমন্বয়)
  • ২০০৭ মারটিন রিস টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সাইন্সঃ কসমিক পারস্পেক্টিভ এন্ড টেরেস্ট্রিয়াল চ্যালেঞ্জেস (একবিংশ শতাব্দীর বিজ্ঞান: মহাজাগতিক দৃষ্টিকোণ এবং জাগতিক চ্যালেঞ্জ)
  • ২০১০ রজার স্ক্রুটোন দ্য ফেইস অব গড (ঈশ্বরের মুখচ্ছবি)
  • ২০১২ ডেনিস আলেক্সান্ডার
  • ২০১৫ লিন্ডা জাগজেবস্কি
  • ২০১৭ মাইকেল সি. রিয়া
  • ২০১৯ মার্ক জনস্টন

তথ্যসূত্র

  1. "2012-13 Gifford Lecture"Professor Steven Pinker: "The Better Angels of Our Nature: A History of Violence and Humanity"। University of Edinburgh College of Humanities and Social Science website। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৩ 
  2. "Herbert Butterfield"The Gifford Lectures। ১৮ আগস্ট ২০১৪। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  3. Gifford Lectures website entry; retrieved: 2013-08-04 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-০৯-২৩ তারিখে

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ