গুরাম কাশিয়া

গুরাম কাশিয়া
২০১২ সালে ভিতেসের হয়ে কাশিয়া
ব্যক্তিগত তথ্য
জন্ম (1987-07-04) ৪ জুলাই ১৯৮৭ (বয়স ৩৭)
জন্ম স্থান তিবিলিসি, জর্জিয়া
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
স্লোভান ব্রাতিস্লাভা
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

গুরাম কাশিয়া (জর্জীয়: გურამ კაშია; জন্ম: ৪ জুলাই ১৯৮৭) হলেন একজন জর্জীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্লোভাক ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা এবং জর্জিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, কাশিয়া জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে জর্জিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৯ সালে জর্জিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জর্জিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১২ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

গুরাম কাশিয়া ১৯৮৭ সালের ৪ঠা জুলাই তারিখে জর্জিয়ার তিবিলিসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

কাশিয়া জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জর্জিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০০৭ সালের ৫ই জুন তারিখে তিনি স্পেন অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১০ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।

২০০৯ সালের ১লা এপ্রিল তারিখে, ২১ বছর, ৮ মাস ও ২৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কাশিয়া মন্টিনিগ্রোর বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জর্জিয়ার হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি মন্টিনিগ্রো ০–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] জর্জিয়ার হয়ে অভিষেকের বছরে কাশিয়া সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর, ৬ মাস ও ১১ দিন পর, জর্জিয়ার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০১২ সালের ১২ই অক্টোবর তারিখে, ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৫৬তম মিনিটে দাভিদ তারগামাদজের অ্যাসিস্ট হতে জর্জিয়ার হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

আন্তর্জাতিক

২২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জর্জিয়া ২০০৯
২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫ ১০
২০১৬
২০১৭ ১০
২০১৮
২০১৯
২০২০
২০২১ ১০
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ১১২

তথ্যসূত্র

বহিঃসংযোগ