গেভিন ব্রায়ান্ট
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | গেভিন অব্রে ব্রায়ান্ট | |||||||||||||||||||||||||||||||||||
জন্ম | সালিশ্বুরি, রোডেশিয়া | ১১ এপ্রিল ১৯৬৯|||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, মাঝে-মধ্যে উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ১৪) | ১৩ মার্চ ১৯৯৩ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৩২) | ১ ফেব্রুয়ারি ১৯৯৩ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২৫ মার্চ ১৯৯৩ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ আগস্ট ২০১৯ |
গেভিন অব্রে ব্রায়ান্ট (ইংরেজি: Gavin Briant; জন্ম: ১১ এপ্রিল, ১৯৬৯) সলসবারিতে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।[১][২] জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে জিম্বাবুয়ের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। কভার অঞ্চলে ফিল্ডিং করে সুনাম কুড়িয়েছেন। এছাড়াও, দলের প্রয়োজনে উইকেট-রক্ষণের দায়িত্ব পালনসহ ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন গেভিন ব্রায়ান্ট।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
১৯৯০-৯১ মৌসুম থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত গেভিন ব্রায়ান্টের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৯৯০ সালে আইসিসি ট্রফি বিজয়ী জিম্বাবুয়ে দলের অন্যতম সদস্য ছিলেন। আক্রমণধর্মী ব্যাটসম্যান ছিলেন তিনি। কভার অঞ্চলে চমৎকার ফিল্ডিং করতেন।
১৯৮৯-৯০ মৌসুমে সংবাদ শিরোনামে চলে আসেন। ১৯৮৯ সালে ওরচেস্টারশায়ার দ্বিতীয় একাদশের পক্ষে খেলেন। এর পরের বছর জিম্বাবুয়ে বি দলের সদস্যরূপে ইংল্যান্ড এ দলের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।[৩][৪] তবে, দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাননি তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্ট ও পাঁচটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন গেভিন ব্রায়ান্ট। ১৩ মার্চ, ১৯৯৩ তারিখে দিল্লিতে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এর পূর্বে ১ ফেব্রুয়ারি, ১৯৯৩ তারিখে শারজায় পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে জিম্বাবুয়ের সদস্য হিসেবে মাঝারীমানের সফলতা পান। টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ করেন মাত্র ১৬। ১৯৯২-৯৩ মৌসুমে জিম্বাবুয়ের প্রথম বিদেশ সফরে অংশ নেয়ার সুযোগ পান। ঐ মৌসুমে তিনি আরও চারটি ওডিআই খেলেন ও ইংল্যান্ড গমন করেন। এরপর থেকে খেলায় ছন্দ হারিয়ে ফেলেন ও পরবর্তীতে খুব কমই খেলায় অংশ নিয়েছিলেন।
তথ্যসূত্র
- ↑ "Players / Zimbabwe / ODI caps"। Cricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Zimbabwe ODI Batting Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Player profile: Gavin Briant"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৯।
- ↑ Hopps, David (২৩ মার্চ ১৯৯০)। "Cricket: Bicknell high but bowlers endure cold turkey - Tour match; Zimbabwe B v England A"। The Guardian। London। পৃষ্ঠা 21 – Gale General OneFile-এর মাধ্যমে।
আরও দেখুন
- গ্যারি ক্রকার
- অ্যান্ডি পাইক্রফট
- এক টেস্টের বিস্ময়কারী
- জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটারদের তালিকা
- ১৯৯২-৯৩ ভারত ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
- জিম্বাবুয়ের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে গেভিন ব্রায়ান্ট (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে গেভিন ব্রায়ান্ট (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)