গোপাল স্বরূপ পাঠক

গোপাল স্বরূপ পাঠক
৪র্থ ভারতের উপরাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৩১ আগস্ট ১৯৬৯ – ৩০ আগস্ট ১৯৭৪
রাষ্ট্রপতিবরাহগিরি ভেঙ্কট গিরি
ফখরুদ্দিন আলি আহমেদ
প্রধানমন্ত্রীইন্দিরা গান্ধী
পূর্বসূরীবরাহগিরি ভেঙ্কট গিরি
উত্তরসূরীবসপ্পা ধনপ্পা জত্তী
কর্ণাটকের রাজ্যপাল
কাজের মেয়াদ
১৩ মে ১৯৬৭ – ৩১ আগস্ট ১৯৬৯
মুখ্যমন্ত্রীসিদ্ধবনহল্লি নিজলিঙ্গপ্পা
বীরেন্দ্র পাতিল
পূর্বসূরীবরাহগিরি ভেঙ্কট গিরি
উত্তরসূরীধর্ম বীর
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯৬-০২-২৬)২৬ ফেব্রুয়ারি ১৮৯৬
বেরেলি, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ, ব্রিটিশ ভারত
(বর্তমানে উত্তরপ্রদেশ, ভারত)
মৃত্যু৪ অক্টোবর ১৯৮২(1982-10-04) (বয়স ৮৬)
রাজনৈতিক দলস্বতন্ত্র
প্রাক্তন শিক্ষার্থীএলাহাবাদ বিশ্ববিদ্যালয়

গোপাল স্বরূপ পাঠক (২৬ ফেব্রুয়ারি ১৮৯৬ - ৪ অক্টোবর ১৯৮২) ১৯৬৯ সালের আগস্ট থেকে ১৯৭৪ আগস্ট পর্যন্ত ভারতের চতুর্থ উপরাষ্ট্রপতি ছিলেন। তিনিই প্রথম ভারতীয় উপরাষ্ট্রপতি যিনি তার উচ্চপদস্থ রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হননি।

জীবন

১৮৯৬ সালের ২৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম প্রদেশের বেরেলিতে জন্মগ্রহণ করেন, তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন।

তিনি ১৯৪৫-৪৬ সালে এলাহাবাদ হাইকোর্টের বিচারক, ১৯৬০-৬৬ সালে রাজ্যসভার সদস্য, ১৯৬৬-৬৭ সালে কেন্দ্রীয় আইন মন্ত্রী, ১৯৬৭-৬৯ সালে মহীশূর রাজ্যের রাজ্যপাল এবং মহীশূর বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় এবং কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। "এলাহাবাদ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন", এনসিআর, গাজিয়াবাদ (গ্রেটার নয়ডা) অধ্যায় ২০০৭-২০০৮ রেজিস্ট্রেশন নম্বর সহ সোসাইটি অ্যাক্ট ১৮৬০ এর অধীনে নিবন্ধিত ৪২ সদস্যের তালিকায় "গর্বিত অতীত প্রাক্তন ছাত্র" এর সাথে সম্মানিত।[][][]

তিনি ১৯৮২ সালের ৪ অক্টোবর মারা যান। তাঁর ছেলে আরএস পাঠক ছিলেন ভারতের প্রধান বিচারপতি এবং হেগের আন্তর্জাতিক বিচার আদালতে থাকা ভারতের চারজন বিচারকের একজন (অন্যরা হলেন নগেন্দ্র সিং যিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বি এন রাউ (১৯৫২- ১৯৫৩), এবং দলভীর ভান্ডারী ২০১২ সাল থেকে)।[]

তথ্যসূত্র

  1. "He is Proud Past Alumni Allahabad University" আর্কাইভইজে আর্কাইভকৃত ৭ জুলাই ২০১২ তারিখে. Allahabad university Alumni Association web page say
  2. " Internet Archive of Proud Past Alumni"
  3. "" Internet Archive of Proud Past Alumni"
  4. Nagendra Singh, Judge At the World Court, 74 New York Times, 13 December 1988.

বহিস্থ সংযোগ

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
বরাহগিরি ভেঙ্কট গিরি
কর্ণাটকের রাজ্যপাল
১৯৬৭-১৯৬৯
উত্তরসূরী
ধর্ম বীর
ভারতের উপরাষ্ট্রপতি
১৯৬৯-১৯৭৪
উত্তরসূরী
বসপ্পা ধনপ্পা জত্তী