চাতরা জেলা

চাতরা জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে চাতরার অবস্থান
ঝাড়খণ্ডে চাতরার অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগউত্তর ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরচাতরা
তহশিল১২
সরকার
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট৩,৭১৮ বর্গকিমি (১,৪৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৪২,৮৮৬
 • জনঘনত্ব২৮০/বর্গকিমি (৭৩০/বর্গমাইল)
 • পৌর এলাকা৫.৩১
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৬০.১৮ শতাংশ
 • লিঙ্গানুপাত৯৫৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

চাতরা জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি জেলা৷ ১৪ই জ্যৈষ্ঠ ১৩৯৮ বঙ্গাব্দে(২৯শে মে ১৯৯১ খ্রিষ্টাব্দে) পুর্বতন হাজারিবাগ জেলা খন্ডিত করে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর চাতরা শহরে অবস্থিত এবং চাতরা মহকুমা ও সিমারিয়া মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ

চাতরা নামকরণের মুল উৎস জানা না গেলেও স্থানীয়দের মতে রামগড়ের রাজারা বহিঃশত্রু আক্রমণ আটকাতে চাতরাতে একটি দুর্গ নির্মাণ করেন যা কোনো বিশেষ কারণে চাতরা দুর্গ নাম হয়৷ চাতরা নামটি এই দুর্গের স্থানীয় নাম থেকে এসেছে৷[]

ইতিহাস

ঐতিহাসিক আন্দোলন

ভূপ্রকৃৃতি

অর্থনীতি

অবস্থান

জেলাটির উত্তরে ও উত্তর পূর্বে(ঈশান) বিহার রাজ্যের গয়া জেলাজেলাটির পূর্বে ও দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলাজেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) বিহার রাজ্যের লাতেহার জেলা[]

জেলাটির আয়তন ৩৭১৮ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৪.৬৬%৷

ভাষা

চাতরা জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী চাতরা জেলার ভাষাসমূহ[]

  হিন্দী (৫১.৮২%)
  খোরঠা (৩৯.৭১%)
  উর্দু (৫.৪৭%)
  কুরুখ/ওরাওঁ (১.৭২%)
  অন্যান্য (১.২৮%)

ধর্ম

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৭৯১৪৩৪(২০০১ জনগণনা) ও ১০৪২৮৮৬(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ১৫তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৩.১৬% লোক চাতরা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ২১৩ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২৮১ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ৩১.৭৭% , যা ১৯৯১-২০১১ সালের ২৯.৫১% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৫৩(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৭৷[]

নদনদী

পরিবহন ও যোগাযোগ

পর্যটন ও দর্শনীয় স্থান

চাতরা জেলার একটি মন্দির

ঐতিহ্য ও সংস্কৃতি

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৪৩.২৪%(২০০১) তথা ৬০.১৮%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৫৫.৬৪%(২০০১) তথা ৬৯.৯২%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩০.২৪%(২০০১) তথা ৪৯.৯২% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৮.৭৩%৷[]

প্রশাসনিক বিভাগ

সীমান্ত

বিশিষ্ট ব্যক্তিবর্গ

তথ্যসূত্র

বহিঃসংযোগ