চাদের প্রশাসনিক অঞ্চল
চাদ প্রজাতন্ত্র ২০০২ সাল থেকে প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। এটি আগে প্রথমে প্রিফেকচার এবং তারপরে বিভাগে বিভক্ত ছিল।
২০১২-পরবর্তী অঞ্চল
২০০৯ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার পরিসংখ্যান সহ ২০১২-পরবর্তী চাদের প্রশাসনিক অঞ্চলগুলোর তালিকা:[১]
মানচিত্রে | অঞ্চল | জনসংখ্যা (২০০৯) |
রাজধানী | অন্তর্ভুক্ত বিভাগ |
---|---|---|---|---|
১ | বাথা | ৪,৮৮,৪৫৮ | আতি | বাথ পূর্ব, বাথা পশ্চিম, ফিত্রি |
২২ | চারি-বাগুইরমি | ৫,৭৮,৪২৫ | মাসসেনিয়া | বাগুইরমি, চারি, লৌগ চারি |
২৩ | হাজির-লামিস | ৫,৬৬,৮৫৮ | মাসাকোরি | দাবাবা, দাগনা, হারেজ আল বিয়ার |
৫ | ওয়াদি ফিরা | ৫,০৮,৩৮৩ | বিলতাইন | বিলতাইন, দার তামা, কোবি |
২ | বাহর এল গাজেল | ২,৫৭,২৬৭ | মৌসোরো | বারহ এল গাজেল উত্তর, বারহ এল গাজেল দক্ষিণ |
৩ | বোরকৌ | ৯৩,৫৮৪ | ফায়া-লারজু | বোরকৌ, বোরকৌ ইয়াল |
৪ | এনেদি-পূর্ব | ১,০৭,৩০২ | আম-দরাজাস | আম-দরাজাস, ওয়াদি হাওয়ার |
১২ | এনেদি-পশ্চিম | ৬০,৬১৭ | ফাদা | ফাদা, মুর্তছা |
৯ | গুয়েরা | ৫,৩৮,৩৫৯ | মঙ্গো | আবতোয়ুর, বার বার সিগনাকা, গুয়েরা, মাঙ্গালমে |
১৩ | কানেম | ৩,৩৩,৩৮৭ | মাও | কানেম, উত্তর কানেম, ওয়াদি বিসাম |
১৪ | ল্যাক | ৪,৩৩,৭৯০ | বোল | মামদি, ওয়ায়ি |
১১ | লোগোন পশ্চিম | ৬,৮৯,০৪৪ | মাউন্দো | দোজি, গুয়েনি, ল্যাক ওয়ে, এনগোরকোসো |
৭ | লোগোন পূর্ব | ৭,৭৯,৩৩৯ | দোবা | লা নয়া, লা নয়া পেন্দি, লা পেন্দি, কৌথ-পূর্ব, কৌথ-পশ্চিম, মন্তস দে লাম |
১৫ | মানদৌল | ৬,২৮,০৬৫ | কৌমারা | বারহ সারা, মানদৌল পশ্চিম, মানদৌল পূর্ব |
৬ | মায়ো-কেব্বি পূর্ব | ৭,৭৪,৭৮২ | বনগোর | কাব্বিয়া, মায়ো-বোনিয়ে, মায়ো লেমিয়ে, মন্ত দি'ইলি |
১০ | মায়ো-কেব্বি পশ্চিম | ৫,৬৪,৪৭০ | পালা | ল্যাক লেরি, মায়ো-দাল্লাহ |
১৯ | মোয়েন-চারি | ৫,৮৮,০০৮ | সারহ | বারহ কোহ, গ্র্যান্ডে সিডো, ল্যাক আইরো |
৪ | ঔয়াদ্দাই | ৭,২১,১৬৬ | আবেশে | আব্দি, আসৌঙ্গা, ঔয়ারা |
১৭ | সালামাত | ৩,০২,৩০১ | আম তিমান | আবৌদেইয়া, বারহ আজম, হারাজে-মাঙ্গুইগেন |
১৮ | সিলা | ৩,৮৭,৪৬১ | গোজ বেদা | জৌরফ আল আহমার, কিমিতি |
২০ | তানজিলি | ৬,৬১,৯০৬ | লাই | তানজিলি পূর্ব, তানজিলি পশ্চিম |
২১ | তিবেস্তি | ২৫,৪৮৩ | বারদাই | তিবেস্তি পূর্ব, তিবেস্তি পশ্চিম |
১৬ | এন'জামেনা (রাজধানী) | ৯,৫১,৪১৮ | এন'জামেনা | ১০টি দাওয়ির বা অ্যারনডিসেসমেন্ট |
ইতিহাস
১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এটি ১৪ টি প্রিফেকচারে বিভক্ত ছিল। এই প্রশাসনিক বিভাজন ১৯৯৯ সালে বিলুপ্ত হয়ে যায়। এর বদলে সারা দেশকে ২৮টি বিভাগে (ডিপার্টমেন্ট) বিভক্ত করা হয়। ২০০২ সালে পুনরায় তৎকালীন প্রশাসনিক বিভাজন বিলুপ্ত করে দেশটিকে ১৮টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়। ২০০৮ সালে আরও চারটি অঞ্চলে গঠন করে প্রশাসনিক অঞ্চলের সংখ্যা মোট ২২ টিতে করা হয়। ২০১২ সালে এনেদি-অঞ্চল এনেদি-পূর্ব এবং এনেদি-পশ্চিমে বিভক্ত করে বর্তমান ২৩টি অঞ্চল গঠন করা হয় । [২][৩]
অঞ্চলসমূহ (২০০৮–২০১২)
অঞ্চল (২০০২–২০০৮)
২০০৮ সালে গঠিত অঞ্চল
২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারিতে চারটি নতুন অঞ্চল তৈরি করা হয়:[৪]
- প্রাক্তন বোরকৌ-এনেদি-তিবেস্তি অঞ্চলটি বিভক্ত হয়ে:
- বোরকৌ অঞ্চল, বোরকৌ-এনেদি-তিবেস্তি অঞ্চলের প্রাক্তন বোরকৌ বিভাগ থেকে
- এনেদি অঞ্চল, প্রাক্তন এনেদি পূর্ব এবং এনেদি পশ্চিম বিভাগ থেকে
- তিবেস্তি অঞ্চল, প্রাক্তন তিবেস্তি বিভাগ থেকে
- কানেম অঞ্চল থেকে বিভক্ত হয়:
- বারহ এল গাজেল অঞ্চল, কানেম অঞ্চলের প্রাক্তন বাহর এল গাজেল বিভাগ থেকে
- ঔয়াদ্দাই অঞ্চল থেকে বিভক্ত হয়:
- সিলা অঞ্চল (দার সিলা), ঔয়াদ্দাই অঞ্চলের প্রাক্তন সিলা এবং জৌরফ আল আহমার বিভাগ থেকে
আরও দেখুন
- আইএসও ৩১৬৬-২:টিডি
তথ্যসূত্র
- ↑ "Deuxième Recensement Général de la Population et de l'Habititat (RGPH2, 2009)" (পিডিএফ) (French ভাষায়)। République du Tchad - Institut national de la statistique, des études économiques et démographiques (INSEED)। ফেব্রুয়ারি ২০১২। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Law, Gwillim। "Regions of Chad"। Statoids। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৫।
- ↑ Déby, Idriss (৪ সেপ্টেম্বর ২০১২)। "Ordonnance No. 27/PR/2012" (পিডিএফ)। Republic of Chad। মে ২১, ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৫।
- ↑ "Ordonnance n° 002/PR/08 portant restructuration de certaines collectivités territoriales décentralisées"। Government of Chad। ১৯ ফেব্রুয়ারি ২০০৮। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
অন্যান্য উৎস
- Décret n° 419/PR/MAT/02 (17 October 2002), concerning the creation of the régions
- Ordonnance n° 002/PR/08 portant restructuration de certaines collectivités territoriales décentralisées (19 February 2008), concerning the creation of new régions in 2008
- "Chad Map No. 3788 Rev. 8 United Nations / March 2009 (Colour)" (PDF)। United Nations। ২০০৯।
- "Zones de convergence humanitaire et développement en 2018" [Humanitarian and development convergence zones in 2018] (পিডিএফ)। ReliefWeb। ২০১৮।