জন বাকাস
জন বাকাস John Backus | |
---|---|
জন্ম | ৩রা ডিসেম্বর, ১৯২৪ ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া |
মৃত্যু | ১৭ই মার্চ, ২০০৭ (৮২ বছর বয়সে) অ্যাশল্যান্ড, ওরেগন |
মাতৃশিক্ষায়তন | কলাম্বিয়া ইউনিভার্সিটি |
পরিচিতির কারণ | ফোরট্রান বাকাস-নর ফর্ম ফাংশন-স্তর প্রোগ্রামিং |
পুরস্কার | টুরিং পুরস্কার ড্রেপার পুরস্কার [১] ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৭৫ [২] |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | আইবিএম |
জন বাকাস(জন্ম: ৩ ডিসেম্বর, ১৯২৪ - মৃত্যু: ১৭ মার্চ, ২০০৭[৩]) হলেন একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি বিখ্যাত হয়ে আছেন সর্বপ্রথম উচ্চ-পর্যায় প্রোগ্রামিং ভাষা ফোরট্রান, বাকাস-নর আকার(বিএনএফ, যা সিনট্যাক্স এর সংজ্ঞায় প্রায় সার্বজনীনভাবে ব্যবহৃত চিহ্ন-পদ্ধতি), এবং ফাংশান-পর্যায় প্রোগ্রামিং ধারণা উদ্ভাবণ করবার জন্য। তিনি ১৯৭৭ সালে এই অসামান্য সব অবদানের স্বীকৃতি স্বরূপ এসিএম টুরিং পুরস্কার অর্জন করেন। বাকাস'র টুরিং বিবৃতিটি এরকম:
- ফোরট্রান এর উপর কাজের মাধ্যমে তিনি উচ্চ-পর্যায় প্রোগ্রামিং ব্যবস্থা তৈরিতে যে সুগভীর, প্রভাবশালী এবং অমর অবদান রেখেছেন এবং পোগ্রামিং ভাষার প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত নিয়মতান্ত্রিক পদ্ধতির উপর তাঁর অসাধারণ প্রকাশনাবলীর স্বীকৃতিস্বরূপ।
জন্ম ও শিক্ষাজীবন
বাকাস পেন্সিলভানিয়ার ফিলাডেলফিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫০ সালে আইবিএম এ যোগদান করেন।
সম্মাননা ও পুরস্কার
- ১৯৭৭ সালের এসিএম প্রদত্ত টুরিং পুরস্কার বিজয়ী।
তথ্যসূত্র
- ↑ "Recipients of the Charles Stark Draper Prize"। মার্চ ২, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৬, ২০০৭।
- ↑ "The President's National Medal of Science: John Backus"। National Science Foundation। সেপ্টেম্বর ২৯, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০০৭।
- ↑ Lohr, Steve (মার্চ ২০, ২০০৭)। "John W. Backus, 82, Fortran Developer, Dies"। The New York Times। সংগ্রহের তারিখ মার্চ ২১, ২০০৭।